IND vs ENG 2nd Test LIVE Cricket Score Updates: চেন্নাইয়ে প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৩০০/৬
সকালে টসে জিতে ভালো পিচ হওয়ায় ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। ব্যাটিং সহায়ক উইকেটে বড় স্কোর খাড়া করাই লক্ষ্য ভারতের।
LIVE
Background
চেন্নাই: প্রথম টেস্টে লজ্জাজনক ২২৭ রানের বিশাল ব্যবধানে হার মানতে হয়েছে বিরাট বাহিনীকে। আজ থেকে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হয়েছে দ্বিতীয় টেস্ট। চিপকের মাঠেই ভারত ঘুরে দাঁড়াবে এই প্রত্যাশা নিয়ে মাঠে ভিড় জমিয়েছেন অসংখ্য ভক্তও।
সকালে টসে জিতে ভালো পিচ হওয়ায় ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। ব্যাটিং সহায়ক উইকেটে বড় স্কোর খাড়া করাই লক্ষ্য ভারতের।
তবে দিনের শুরুতেই ধাক্কা খেতে হয়েছে ভারতকে। খেলার দ্বিতীয় ওভারেই ওলি স্টোনের বল বুঝতে না পেরে রানের খাতা খুলতে না পেরেই সাজঘরে ফেরেন শুবমান গিল (০)। জীবনের প্রথম টেস্টে খেলতে নেমে প্রথম ওভারেই উইকেট তুলে নিয়ে সকালেই ব্রিটিশদের অ্যাডভান্টেজ এনে দেন স্টোন।
ইংল্যান্ড এই টেস্টের দলে চারটি বদল করে খেলতে নেমেছে। ভারতও তিনটি বদল এনেছে প্রথম একাদশে। কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ ও অক্ষর প্যাটেল খেলছেন এই টেস্টে।
ভারত ৩০০/৬, ক্রিজে ঋষভ-অক্ষর
রোহিত শর্মা ও অজিঙ্ক রাহানের ইনিংসে ভর করে চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ভারত তুলল ৬ উইকেটে ৩০০ রান। দিনের শেষে ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ (৩৩ ব্যাটিং) ও অক্ষর পটেল (৫ ব্যাটিং)।
৬ উইকেট হারিয়ে তিনশো রান তুলে ফেলল ভারত, ক্রিজে অক্ষর পটেল
৬ উইকেট হারিয়ে তিনশো রান তুলে ফেলল ভারত। ক্রিজে অক্ষর পটেল
৬৭ রানে আউট রাহানে, ক্রিজে পন্থ-অশ্বিন
৬৭ রান করে মইন আলির বলে ফিরলেন অজিঙ্ক রাহানে। ভারতের স্কোর ২৭১/৫।
১৬১ রান করে ফিরলেন রোহিত
জ্যাক লিচের বলে মইন আলির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন রোহিত শর্মা। ব্যক্তিগত ১৬১ রানের মাথায়। ভারতের স্কতোর ২৪৮/৪।
রোহিতের ১৫০ রান, বড় রানের পথে ভারত
হিটম্যানের দেড়শো রান। ইনিংসের ৬৭.৪ ওভারে সিঙ্গল নিয়ে ১৫০ রান পূর্ণ করলেন রোহিত।
৭১ ওভারের শেষে ভারতের রান ৩ উইকেটে ২৪০। রোহিত ২২৪ বলে ১৫৯, রাহানে ১৩৬ বলে ৬০ রান করে ক্রিজে রয়েছেন।