IND vs ENG 4th Test Live: ওভালে প্রথম দিনের শেষে ইংল্যান্ড ৫৩/৩, ভারতের লিড ১৩৮ রানের
IND vs ENG 4th Test Score Live: ওভালে এই টেস্টের আগে ভারতীয় দলে ডাক পেলেন ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণ। বুধবার বিসিসিআইয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

Background
ওভাল: আজ ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ টেস্ট খেলতে নামবে ভারত। ওভালে এই টেস্টের আগে ভারতীয় দলে ডাক পেলেন ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণ। বুধবার বিসিসিআইয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। এক প্রেস বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, টিম ম্যানেজমেন্টের অনুরোধের ভিত্তিতে অল ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি চতুর্থ টেস্টের জন্য ভারতীয় স্কোয়াডে ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণকে যুক্ত করেছে।
প্রসিদ্ধ কৃষ্ণ ভারতীয় স্কোয়াডের স্ট্যান্ডবাই তালিকায় ছিলেন। সিরিজের শুরু থেকে ভারতীয় দলের সঙ্গেই রয়েছেন এবং অনুশীলন করছেন। ২ সেপ্টেম্বর থেকে লন্ডনের ওভালে আগামী টেস্ট শুরু হচ্ছে।কৃষ্ণর অন্তর্ভূক্তির ফলে ভারতীয় দলে ফাস্ট বোলারের সংখ্যা বেড়ে হচ্ছে সাত। ভারতীয় স্কোয়াডের পেস বিভাগে ইতিমধ্যেই রয়েছেন যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ। তাঁদের সঙ্গে এই তালিকায় যুক্ত হচ্ছেন প্রসিদ্ধ কৃষ্ণও।
IND vs ENG 2021 Live Score : ভারতের লিড ১৩৮ রানের
ওভালে ভারতের ১৯১ রান তাড়া করতে নেমে প্রথম দিনের শেষে ইংল্যান্ড ৫৩/৩। ক্রিজে দাভিদ মালান ও নৈশপ্রহরী ক্রেগ ওভার্টন। ভারতের লিড ১৩৮ রানের।
Ind vs Eng 4th Test Live: উমেশ ফেরালেন রুটকে
উমেশ যাদবের বড় সাফল্য। জো রুটের (২১) অফস্টাম্প ছিটকে দিলেন। ইংল্যান্ডের স্কোর ৫২/৩।






















