IND vs ENG, Test Series: টেস্ট সিরিজ শুরুর আগেই ধাক্কা, করোনা আক্রান্ত ২ ভারতীয় ক্রিকেটার
2 Indian players have tested positive for Coronavirus ahead of the series with England. | এখন একজনই অ্যাকটিভ করোনা রোগী। অপরজন প্রথমে পজিটিভ হলেও, এখন তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ভারতীয় শিবিরে ধাক্কা। দলের দুই ক্রিকেটার করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত এই দুই খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়নি। তবে জানা গিয়েছে, প্রথমে একজন ক্রিকেটারের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর দলের বাকিদেরও করোনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় আরও একজন করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে। তবে এখন একজন ক্রিকেটারই অ্যাকটিভ করোনা রোগী। অপরজন প্রথমে পজিটিভ হলেও, এখন তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। ফলে তিনি দলের সঙ্গে ডারহামে যাবেন। তবে যে ক্রিকেটার এখন করোনা আক্রান্ত, তিনি লন্ডনেই কোয়ারেন্টিনে থাকবেন। তাঁকে ডারহামে নিয়ে যাওয়া হবে না।
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ভারতীয় দলের যে দুই ক্রিকেটার করোনা আক্রান্ত, তাঁদের শরীরে বিশেষ কোনও উপসর্গ নেই। করোনা আক্রান্ত হওয়ার সময় সামান্য জ্বর ও সর্দি-কাশি ছিল। যাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে, তিনি এখন সম্পূর্ণ সুস্থ। অপরজনের রিপোর্ট এখনও নেগেটিভ না এলেও, তিনি ভাল আছেন।
বিসিসিআই-এর পক্ষ থেকে ভারতীয় দলের সব ক্রিকেটার ও সাপোর্ট স্টাফকে আগামী তিনদিন আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, সবাই করোনা আক্রান্ত ক্রিকেটারের সংস্পর্শে আসেন। পরিকল্পনা অনুযায়ী, করোনা পজিটিভ হওয়া ক্রিকেটার ছাড়া ভারতীয় দলের বাকি সবাই ডারহামে যাবেন। যাঁদের কোয়ারেন্টিনে থাকা প্রয়োজন, তাঁরা দলের বাকিদের থেকে আলাদা থাকবেন।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ শুরু হওয়ার আগে ভারতীয় দল তিন সপ্তাহের বিরতি পেয়েছে। এই বিরতির সময় একাধিক ক্রিকেটারকে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে। যে ক্রিকেটার এখন করোনা আক্রান্ত, তাঁকেও জনবহুল জায়গায় দেখা গিয়েছে। সেখান থেকে তিনি সংক্রমিত হয়ে থাকতে পারেন।
টেস্ট সিরিজের আগে কাউন্টি একাদশের বিরুদ্ধে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। সেই ম্যাচ শুরু হবে ২০ জুলাই থেকে। করোনার কারণে কয়েকজন ক্রিকেটারকে হয়তো সেই ম্যাচে পাওয়া যাবে না। ফলে দলের প্রস্তুতি ধাক্কা খেতে পারে।