IND vs IRE 1st T20: বল হাতে দুরন্ত প্রত্যাবর্তন বুমরার, ম্যাচ জিততে ভারতের সামনে লক্ষ্য ১৪০ রান
BCCI: প্রত্যাঘাত কার্টিস ক্যাম্পহার ও ব্যারি ম্যাকার্থির। সপ্তম উইকেটে দুজনে ৪৪ বলে ৫৭ রান যোগ করে ভারতীয় শিবিরকে চাপে রাখলেন।
ডাবলিন: প্রতিপক্ষ দুর্বল। কিন্তু তবু আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ভারতের (Ind vs Ire) টি-টোয়েন্টি সিরিজকে গুরুত্ব দিচ্ছেন ক্রিকেটপ্রেমীরা।
কারণ, এই সিরিজে জাতীয় দলের প্রত্যাবর্তন ঘটাচ্ছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। পিঠের চোট ও অস্ত্রোপচারের জন্য যিনি দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। একটা সময় ওয়ান ডে বিশ্বকাপে ভারতের সেরা পেসারকে দেখা যাবে কি না, তা নিয়েও ছিল সংশয়।
অপেক্ষা ছিল, আইপিএলে নজর কাড়া রিঙ্কু সিংহকে খেলানো হয় কি না, সেটা দেখার জন্যও।
কৌতূহল ছিল, স্ট্রেস ফ্র্যাকচারের পর অস্ত্রোপচারের ধকল সামলে প্রসিদ্ধ কৃষ্ণ কীরকম বোলিং করেন, তা নিয়েও।
আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় বোলাররা দাপট দেখালেন। একটা সময় ১০.৩ ওভারে মাত্র ৫৯ রানে ৬ উইকেট খুইয়ে বসেছিল আয়ার্ল্যান্ড। তবে পাল্টা লড়াই করলেন আইরিশরাও। যখন মনে হচ্ছিল, একশোও তুলতে পারবে না আয়ার্ল্যান্ড, তখনই প্রত্যাঘাত কার্টিস ক্যাম্পহার ও ব্যারি ম্যাকার্থির। সপ্তম উইকেটে দুজনে ৪৪ বলে ৫৭ রান যোগ করে ভারতীয় শিবিরকে চাপে রাখলেন। ৩৩ বলে ৩৯ রান করলেন ক্যাম্পহার। তবে বিধ্বংসী মেজাজে ছিলেন ম্যাকার্থি। ৩৩ বলে ৫১ রান করে অপরাজিত রইলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম হাফসেঞ্চুরি তাঁর।
অর্শদীপ সিংহের শেষ ওভারে জোড়া ছক্কা ও একটি বাউন্ডারি মারলেন ম্যাকার্থি। প্রথমে ব্যাট করে আয়ার্ল্যান্ড তুলল ১৩৯/৭। ম্যাচ জিততে ১৪০ রান তুলতে হবে ভারতকে।
Innings Break!
— BCCI (@BCCI) August 18, 2023
Two wickets apiece for @Jaspritbumrah93, @prasidh43 and Ravi Bishnoi and one wicket for Arshdeep Singh as Ireland post a total of 139/7 on the board.
Scorecard - https://t.co/cv6nsnJqdO… #IREvIND pic.twitter.com/Wk9n8nkeq8
আয়ার্ল্যান্ডে এখন বেশ শীত। ডাবলিনের তাপমাত্রা ঘোরাঘুরি করছে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সঙ্গে হিমেল হাওয়া। মেঘলা আকাশ। এই পরিবেশে টস জিতে আইরিশদের প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন বুমরা। যিনি প্রত্যাবর্তনের সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন। প্রথম ওভারেই জোড়া উইকেট তুলে নেন বুমরা। শেষ পর্যন্ত ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ২ উইকেট বুমরার। প্রত্যাবর্তনের ম্যাচে ৩২ রানে ২ উইকেট প্রসিদ্ধ কৃষ্ণেরও। ২৩ রানে ২ উইকেট রবি বিষ্ণোইয়ের। অর্শদীপ সিংহ ৩৫ রানে ১ উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: ফের কেকেআরে ফিরছেন গম্ভীর? প্রসাদের সঙ্গে লখনউ চুক্তি করতেই তুমুল জল্পনা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন