(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs IRE, 1st Innings Highlights: হুডার সেঞ্চুরি, রেকর্ড গড়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২২৫ রান বোর্ডে তুলে ফেলল ভারত
IND vs IRE, 2nd T20, Malahide Cricket Club Ground: টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। আজ দ্বিতীয় ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে রানের পাহাড় তুলল বোর্ডে।
ডাবলিন: প্রথম ম্য়াচ জিতে সিরিজে এগিয়ে ছিল ভারতই। এবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নেমে রেকর্ড পার্টনাশিপ গড়লেন সঞ্জু স্যামসন (Sanju Samson) ও দীপক হুডা (Deepak Hodda)। জুটিতে ১৭৬ রান বোর্ডে যোগ করলেন দুজনে। নিজের আন্তর্জাতিক ক্রিকেট (International Cricket) কেরিয়ারে প্রথম সেঞ্চুরি হাঁকালেন দীপক হুডা। তাঁকে যোগ্য সঙ্গ দিয়ে দুরন্ত অর্ধশতরান হাঁকালেন সঞ্জু স্যামসনও। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ২২৭ রান তুলে নিল ভারত।
পার্টনারশিপে রেকর্ড দীপক-স্যামসনের
টস জিতে এদিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক হার্দিক পাণ্ড্য। রুতুরাজের বদলে এদিন দলে এসেছিলেন স্যামসন। এছাড়া আবেশ খানের বদলি হিসেবে হর্ষল পটেল ও যুজবেন্দ্র চাহালের বদলে হিসেবে দলে এসেছিলেন রবি বিষ্ণোই। ওপেনে ঈশান কিষাণ ও সঞ্জু স্যামসন নেমেছিলেন। মাত্র ৩ রান করে ঈশান ফিরে গেলেও দীপক হুডাকে নিয়ে দলের স্কোরবোর্ডে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টি ফর্ম্যাটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়লেন ২ ব্যাটার। ১৭৬ রানের পার্টনারশিপ গড়েন তাঁরা। স্যামসন ৪২ বলে ৭৭ রান করে ফিরে গেলেও আটকানো যায়নি হুডাকে। তিনি নিজের আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম শতরানটি করে ফেলেন মাত্র ৫৫ বলে। স্যামসনের ঝুলিতে ছিল ৯টি বাউন্ডারি ও ৪টি ছক্কা। অন্যদিকে হুডার ঝুলিতে ছিল ৯টি বাউন্ডার ও ৬টি ছক্কা। প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও দুর্দান্ত ব্যাটিং করেছিলেন হুডা। নিজে অপরাজিত থেকে দলকে ম্যাচ জিতিয়ে মাঠে ছেড়েছিলেন তিনি।
শেষ পর্যন্ত ৫৭ বলে ১০৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন হুডা। তিনি ফেরার পর অবশ্য খুব দ্রুত উইকেট হারাতে থাকেন ভারতীয় দল। কার্তিক, অক্ষর পটেল কোনও রান না করেই প্যাভিলিয়নে ফেরেন। ১৩ রান করে অপরাজিত থেকে যান হার্দিক পাণ্ড্য।
আরও পড়ুন: করোনা আক্রান্ত হয়ে উইম্বলডন থেকে ছিটকে গেলেন গতবারের রানার্স আপ মাত্তেও বেরেত্তিনি