India vs Kuwait Final: পেনাল্টি শ্যুট আউটে ফের নায়ক গুরপ্রীত, কুয়েতকে হারিয়ে নবম সাফ কাপ জিতল ভারত
SAFF Championship 2023 Final, India vs Kuwait: পেনাল্টি শ্যুট আউটে ৫-৪ ম্যাচ জিতল ভারত।
বেঙ্গালুরু: পরপর খেতাব জয়। ৩০ দিনের মধ্যে ইন্টারকন্টিনেন্টাল কাপের পর এবার সাফ চ্যাম্পিয়নশিপ খেতাব জিতলেন সুনীল ছেত্রীরা। কুয়েতকে হারিয়ে (IND vs KUW) নবমবার সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF Championship 2023) জিতল ভারত। ১২০ মিনিট পরেও ১-১ ম্যাচ শেষ হওয়ার পর পেনাল্টি শ্যুট আউটে ৫-৪ ম্যাচ জিতল ব্লু টাইগার্সরা। লেবাননের বিরুদ্ধে সেমিফাইনালে পেনাল্টি বাঁচিয়ে ভারতের নায়ক হয়ে উঠেছিলেন গুরপ্রীত সিংহ সান্ধু (Gurpreet Singh Sandhu)। ফের একবার ফাইনালে ভারতের ত্রাতা হয়ে উঠলেন তিনি। পেনাল্টি বাঁচিয়ে ভারতকে জেতালেন খেতাব।
ভারত ও কুয়েত নিজেদের গ্রুপ পর্বের ম্যাচে ১-১ ড্র করেছিল। ফাইনালে নির্ধারিত সময়েও স্কোরলাইন একই ছিল। ম্যাচের শুরুটা দুই দলের কেউই খুব একটা আহামরি করেনি। তবে খানিকটা সময় গড়াতেই কুয়েত ম্যাচের রাশ খানিকটা নিজেদের হাতে নিতে সক্ষম হয়। ১৬ মিনিটেই শাবাইব আল খালদি কুয়েতকে ম্যাচে এগিয়ে দেন। ম্যাচে একাধিক ফাউল, ট্যাকেলে কোনও সময়ই দুই দলের খেলায় খুব একটা ছন্দ ছিল না। তবে গোটা টুর্নামেন্ট দুরন্ত পারফর্ম করা লালরিনজুয়ালা ছাংতে ফের ভারতের হয়ে জ্বলে উঠেন।
সুনীল ছেত্রীর দুরন্ত থ্রু বল পায়ে পান অনিরুদ্ধ থাপা। তাঁর পাস থেকেই ভারতকে ৩৮ মিনিটে ম্যাচে সমতায় ফেরান ছাংতে। দ্বিতীয়ার্ধে কোনও গোল হয়নি। তাই খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই ৩০ মিনিটে দুই দল খুব বড় সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়। তাই ১২০ মিনিট শেষে ম্যাচ শ্যুট আউটে গড়ায়। সেখানেই ফের গুরপ্রীতের দৌরাত্ম্যে ম্যাচ জিতল ভারত।
🇮🇳 INDIA are SAFF 𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒 for the 9️⃣th time! 💙
— Indian Football Team (@IndianFootball) July 4, 2023
🏆 1993
🏆 1997
🏆 1999
🏆 2005
🏆 2009
🏆 2011
🏆 2015
🏆 2021
🏆 𝟮𝟬𝟮𝟯#SAFFChampionship2023 #BlueTigers 🐯 #IndianFootball ⚽ pic.twitter.com/3iLJQSeyWG
শ্যুট আউটের প্রথম পাঁচ শটে ভারতের হয়ে সুনীল ছেত্রী, ছাংতে, সন্দেশ ঝিঙ্গান ও শুভাশিস বোস গোল করলেও, উদান্তা সিংহ গোল করতে ব্যর্থ হন। অপরদিকে, কুয়েতের হয়ে মহম্মদ আব্দুল্লা প্রথম শট মিস করলেও, বাকি চার শটে আলোতাইবি, আলদেফেরিও, মারান ও আলখালদি গোল করে দলকে সমতায় ফেরান। তবে ষষ্ঠ শটে মহেশ নাওরেম সিংহ গোল করলেও, নিজের বাঁ-দিকে দুরন্তভাবে ঝাঁপিয়ে হাজিজার শট বাঁচিয়ে দেন গুরপ্রীত। ৫-৪ শ্যুট আউট জিতে নেয় ভারত। এই জয়ের ফলে ভারত ১৫ ম্যাচ অপরাজিত রইল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: মাকড়ের কামড় ! সময় থাকতে চিকিৎসা না হলেই প্রাণঘাতী হতে পারে স্ক্রাব টাইফাস