Ind vs Namibia: বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আজ নামিবিয়ার মুখোমুখি বিরাটরা, কখন, কোথায় দেখবেন খেলা?
Ind vs Namibia: টি-টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে শেষবার নেতৃত্ব দিতে চলেছেন বিরাট। কোচ হিসেবে ভারতীয় দলের হয়ে আজই সফর শেষ হচ্ছে রবি শাস্ত্রীর।
দুবাই: টি-টােয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছে গতকালই। আজ নিয়মরক্ষার ম্যাচে গ্রুপ পর্বে নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। টি-টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে শেষবার নেতৃত্ব দিতে চলেছেন বিরাট। কোচ হিসেবে ভারতীয় দলের হয়ে আজই সফর শেষ হচ্ছে রবি শাস্ত্রীর।
নামিবিয়ার মতো দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতীয় দল যে জয় পাবে তা বলাই যায়। এই ম্যাচে একাদশে কিছু বদলও করা হতে পারে। সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হতে পারে, এমনও শোনা যাচ্ছে। রাহুল চাহারের মতো তরুণ ক্রিকেটারকে সুযোগ দিতে পারেন বিরাট। আফগানিস্তানকে হারিয়ে দেওয়ায় গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে আফগানিস্তান ১২৪ রানে তাঁদের ইনিংস শেষ করে। জবাবে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। একইসঙ্গে পাকিস্তানের পর গ্রুপে দ্বিতীয় দল হিসেবে সেমিতে জায়গা করে নেয় তারা।
ফলে ভারতের সম্ভাবনা শেষ হয়ে গিয়েছে গতকালই। এমনকী ভারতীয় ক্রিকেটাররা তাঁদের ঐচ্ছিক অনুশীলনও বাতিল করে দিয়েছিল কিউয়িদের জয়ের খবর পাওয়ার পর। টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারত ও নামিবিয়া প্রথমবার ২২ গজে নামতে চলেছে।
কখন ও কোন সময়ে ভারত বনাম নামিবিয়া টি ২০ বিশ্বকাপের ম্যাচ শুরু হবে?
সোমবার ভারতীয় সময় সন্ধে ৭.৩০-এ এই ম্যাচ শুরু হবে।
কোথায় ভারত বনাম নামিবিয়া টি ২০ বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে?
এই ম্যাচ খেলা হবে দুবাইয়ে।
কোন চ্যানেলে এই ম্যাচের সম্প্রচার হবে?
ভারত বনাম নামিবিয়া এই ম্যাচের সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
কোথায় দেখা যাবে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং?
এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টারে
আরও পড়ুন: গ্রুপ থেকেই বিদায়, কোন পাঁচ কারণে বিশ্বকাপে বিপর্যয় ভারতের?