(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs NZ 1st ODI Score Live: জলে গেল ব্রেসওয়েলের স্মরণীয় সেঞ্চুরি ১২ রান জয় পেল ভারত
IND vs NZ Live: ভারতের প্রথম একাদশে সূর্যকুমারকে সুযোগ দেওয়া হল। টি-টোয়েন্টির ছন্দ ওয়ান ডে-তেও তিনি ধরে রাখতে পারেন কি না, সেটাই এখন দেখার।
LIVE
Background
হায়দরাবাদ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। প্রথম ম্য়াচে আজ, বুধবার হায়দরাবাদের রাজীব গাঁধী স্টেডিয়ামে খেলতে নামছে দুই দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জয়ের পর সেই একাদশই ধরে রাখতে চাইবেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু চার নম্বরে ওয়ান ডে দলের অঙ্গ শ্রেয়স আইয়ার সিরিজের আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছেন। এই পরিস্থিতিতে প্রথম একাদশে শ্রেয়সের বদলি কে হবেন তা নিয়ে চর্চা ছিলই।
ইতিমধ্যে বিসিসিআইয়ের তরফে শ্রেয়সের পরিবর্ত হিসেবে রজত পতিদারের নাম ঘোষণা করা হয়েছে। যদিও সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে চার নম্বর পজিশনে অটোমেটিক চয়েস সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দলের তো অবশ্যই এমনকী বিশ্বের সেরা ব্যাটার সূর্যকুমার। কুড়ির ফর্ম্যাটের ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন তিনি। কিন্তু ওয়ান ডে ফর্ম্যাটে জাতীয় দলে এখনও জায়গা পাকা হয়নি সূর্যর। তাই শ্রেয়সের চোট পেয়ে ছিটকে যাওয়া কোথাও একটা সূর্যকুমারের জন্য দরজা খুলে দিল বলে মনে করছিলেন অনেকেই।
শেষ পর্যন্ত সেই সম্ভাবনাই সত্যি হল। ভারতের প্রথম একাদশে সূর্যকুমারকে সুযোগ দেওয়া হল। টি-টোয়েন্টির ছন্দ ওয়ান ডে-তেও তিনি ধরে রাখতে পারেন কি না, সেটাই এখন দেখার।
ভারতীয় বোর্ডের তরফে সদ্যই এক বিবৃতিতে বলা হয়েছে, 'টিম ইন্ডিয়ার ব্যাটার শ্রেয়স আইয়ার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। ওঁ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাবেন এবং সেখানেই ওঁর চোটের গভীরতা পর্যবেক্ষণ করা হবে। সর্বভারতীয় নির্বাচক কমিটি রজত পাতিদারকে শ্রেয়স আইয়ারের পরিবর্তে দলে সুযোগ দিয়েছে।' হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে খেলতে নামছে ভারতীয় দল। তিন ম্যাচের সিরিজের পরের দুই ম্যাচ রায়পুর ও ইনদওরে আয়োজিত হবে।
Ind vs NZ Score: ভারতের জয়
ব্রেসওয়েল শেষ ওভার পর্যন্ত দুরন্ত লড়াই করলেও নিউজিল্যান্ড জেতাতে পারলেন না। ১২ রানে জয় পেল টিম ইন্ডিয়া। ১৪০ রানে থামল ব্রেসওয়েলের স্মরণীয় ইনিংস।
Ind vs NZ Live Score: শিপলেকে ফেরালেন সিরাজ
শিপলেকে ফেরালেন সিরাজ। ম্যাচ জিততে ১৭ বলে ৩৭ রান চাই নিউজিল্যান্ডের।
Ind vs NZ Score: ৫৭ রান করে সিরাজের বলে ফিরলেন মিচেল
৪৫ বলে ৫৭ রান করে সিরাজের বলে ফিরলেন মিচেল স্যান্টনার। ২৬ বলে আর ৫৭ রান চাই নিউজিল্যান্ডের।
Ind vs SL live: ৫৭ বলে সেঞ্চুরি ব্রেসওয়েলের
৫৭ বলে সেঞ্চুরি ব্রেসওয়েলের। ৪২.২ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ২৬৭/৬।
Ind vs NZ Live: হাফসেঞ্চুরি ব্রেসওয়েলের
৩৮ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ২১৪/৬। ৬৫ রানে অপরাজিত মাইকেল ব্রেসওয়েল।