IND vs NZ 1st Test: শুভমান গিলের অর্ধশতরান, লাঞ্চে ভারত ৮২/১
India vs New Zealand Test Series: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের মধ্য়াহ্নভোজের বিরতিতে ভারতীয় দলের স্কোর ১ উইকেটে ৮২। ৫২ রান করে অপরাজিত শুভমান গিল। ১৫ রান করে অপরাজিত চেতেশ্বর পূজারা।
কানপুর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন অসাধারণ ব্যাটিং ভারতীয় দলের তরুণ ওপেনার শুভমান গিলের। মধ্যাহ্নভোজের বিরতির সময় তিনি ৮৭ বলে ৫২ রান করে অপরাজিত। তাঁর ইনিংসে এখনও পর্যন্ত আছে পাঁচটি বাউন্ডারি ও একটি ছক্কা। গিলের সঙ্গে অপরাজিত ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। তিনি ৬১ বলে ১৫ রান করে অপরাজিত। ফিরে গিয়েছেন ওপেনার ময়ঙ্ক অগ্রবাল। তিনি ১৩ রান করেছেন। মধ্য়াহ্নভোজের বিরতিতে ভারতীয় দলের স্কোর ১ উইকেটে ৮২।
আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন এই টেস্টে ভারতীয় দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে। দিনের অষ্টম ওভারে প্রথম উইকেট হারায় ভারত। কাইল জেমিয়েসনের বলে টম ব্লান্ডেলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ময়ঙ্ক। তবে অন্য প্রান্তে জমাট দেখাচ্ছে শুভমানকে। পূজারা স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ব্যাটিং করছেন।
এই টেস্টের শুরুটা ভালভাবেই করেছে ভারতীয় দল। দিনের প্রথম সেশনটা গুরুত্বপূর্ণ ছিল। সেখানে একটিমাত্র উইকেট হারিয়ে ৮২ রান বেশ ভাল। এরপর যদি দিনের বাকি সময়ে ভারতীয় দল বেশি উইকেট না হারিয়ে বড় রান তুলতে পারে, তাহলে চালকের আসনে থাকবে।
কানপুর টেস্টে খেলছেন না ভারতের প্রথমসারির কয়েকজন ক্রিকেটার। দলে নেই বিরাট কোহলি, রোহিত শর্মারা। এই টেস্টে অধিনায়কত্ব করছেন অজিঙ্কা রাহানে। দলে আছেন বাংলার উইকেটকিপার ঋদ্ধিমান সাহা।
ভারতীয় দল- শুভমান গিল, ময়ঙ্ক অগ্রবাল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), শ্রেয়স আয়ার, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা ও উমেশ যাদব।
কানপুরের পিচ বরাবরই স্পিনারদের সহায়ক হিসেবে পরিচিত। সেই কারণেই এই টেস্টে তিন স্পিনার নিয়ে খেলছে ভারতীয় দল। দুই অভিজ্ঞ স্পিনার অশ্বিন-জাডেজার সঙ্গে আছেন অক্ষর। দুই পেসার ইশান্ত ও উমেশ।
টি-২০ সিরিজে না খেললেও, টেস্ট সিরিজের দলে ফিরেছেন নিউজিল্য়ান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ফলে পূর্ণশক্তির দল নিয়েই খেলছে কিউয়িরা।
নিউজিল্যান্ড দল- টম ল্যাথাম, উইল ইয়াং, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটকিপার), রচিন রবীন্দ্র, টিম সাউদি, আজাজ পটেল, কাইল জেমিয়েসন ও উইলিয়াম সমারভিল।