Ind vs NZ 2nd T20 Live: ৭ উইকেটে কিউয়ি-বধ করে সিরিজ জিতে নিল রোহিতের ভারত
Ind vs NZ 2nd T20 Match Live: প্রথম ম্যাচে দুর্দান্ত জয় এসেছে। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ কিউয়িদের বিরুদ্ধে খেলতে নামছে টিম ইন্ডিয়া। জিতলেই সিরিজ পকেটে পুরে নেবে রোহিত বাহিনী।

Background
রাঁচি: প্রথম ম্যাচে দুর্দান্ত জয় এসেছে। এবার টি-টোয়েন্টি (T20) সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ কিউয়িদের বিরুদ্ধে খেলতে নামছে টিম ইন্ডিয়া (team india)। রাঁচিতে (ranchi) এই ম্যাচে জিতলেই সিরিজ পকেটে পুরে নেবে রোহিত (Rohit Sharma) বাহিনী। টি-টোয়েন্টি বিশ্বকাপে বিপর্যয়ের পর নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ৫ উইকেটে জিতেছে ভারত।
ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। তার আগে রাঁচির স্টেডিয়ামে দেখা গেল মহেন্দ্র সিংহ ধোনিকে। তিনি শুক্রবারও ভারতীয় দলকে উৎসাহ দেওয়ার জন্য স্টেডিয়ামে থাকতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট সংস্থার সভাপতি সঞ্জয় সহায় জানিয়েছেন, স্টেডিয়ামে টেনিস খেলতে এসেছিলেন ধোনি। তিনি শুক্রবার স্টেডিয়ামে থাকবেন কি না, সেটা বলা সম্ভব নয়। ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর ৯ নভেম্বর রাঁচিতে ফিরেছেন ধোনি। তারপর থেকে তিনি নিজের শহরেই আছেন।
প্রথম ম্যাচে সূর্যকুমার যাদব, রোহিত শর্মার ব্যাটিংয়ের ওপর নির্ভর করে দুর্দান্ত জয় ছিনিয়ে এনেছে ভারত। কোচ হিসেবে প্রথম ম্যাচেই সফল হয়েছেন রাহুল দ্রাবিড়। এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে বেঙ্কটেশ আইয়ারের।
Ind vs NZ LIVE: ৭ উইকেটে ম্যাচ জিতল ভারত
ঝকঝকে হাফসেঞ্চুরি রোহিত শর্মার। মাত্র ১৭.২ ওভারে জয়ের রান তুলে নিল ভারত। ম্যাচ জিতল ৭ উইকেটে।
Ind vs NZ LIVE: ৬৫ রান করে আউট হলেন কে এল রাহুল
১৪ ওভারের শেষে ভারতের স্কোর ১২২/১। ৪৯ বলে ৬৫ রান করে আউট হলেন কে এল রাহুল।






















