Ind vs NZ 2nd Test: আউটফিল্ড ভিজে থাকায় দেরি, দ্বিতীয় টেস্ট শুরু হতে পারে ১২টা থেকে
India vs New Zealand, Second Test: সকাল সাড়ে ১১টায় টস হতে পারে। সেক্ষেত্রে খেলা শুরু হতে পারে বেলা ১২টা থেকে। প্রথম সেশন চলার কথা বেলা ১২টা থেকে দুপুর দুটো ৪০ মিনিট পর্যন্ত।
মুম্বই: আউটফিল্ড ভিজে থাকায় মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট দেরিতে শুরু হচ্ছে। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও, এখনও শুরু হয়নি খেলা। ফলে আগাম মধ্যাহ্নভোজের বিরতি নেওয়া হয়েছে। শেষ খবর অনুযায়ী, সকাল সাড়ে ১১টায় টস হতে পারে। সেক্ষেত্রে খেলা শুরু হতে পারে বেলা ১২টা থেকে। প্রথম সেশন চলার কথা বেলা ১২টা থেকে দুপুর দুটো ৪০ মিনিট পর্যন্ত। চা পানের বিরতি চলবে দুপুর দুটো ৪০ মিনিট থেকে বিকেল তিনটে পর্যন্ত। দিনের তৃতীয় সেশন চলার কথা বিকেল তিনটে থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত।
এই টেস্ট শুরু হওয়ার আগেই ধাক্কা খেয়েছে ভারতীয় দল। চোটের জন্য এই টেস্ট থেকে ছিটকে গিয়েছেন অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাডেজা ও ইশান্ত শর্মা।
কানপুর টেস্টের পঞ্চম দিন চোট পান ইশান্ত। তাঁর সেই চোটই ভোগাচ্ছে। ফলে তিনি দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না। বিসিসিআই-এর মেডিক্যাল টিম তাঁর চোট পরীক্ষা করছে।
জাডেজাও কানপুর টেস্ট চলাকালীন চোট পান। তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সেই কারণে তিনি এই টেস্টে দলের বাইরে আছেন।
রাহানেও কানপুর টেস্টের শেষ দিন ফিল্ডিং করার সময় চোট পান। তাঁর সেই চোট এখনও সারেনি। সেই কারণে তিনি ওয়াংখেড়েতে খেলছেন না। বিসিসিআই-এর মেডিক্যাল টিম তাঁর চোট পরীক্ষা করছে।
অন্যদিকে, নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনও চোটের জন্য দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না। তাঁর বাঁ কনুইয়ের চোট এখনও ভোগাচ্ছে। তার ফলেই তিনি ওয়াংখেড়েতে খেলতে পারছেন না। উইলিয়ামসনের বদলে এই টেস্টে কিউয়িদের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।
নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, ‘কেনের সময়টা খারাপ যাচ্ছে। ওকে চোটের মোকাবিলা করতে হচ্ছে। এ বছরের বেশিরভাগ সময়ই ওকে চোট ভুগিয়েছে। আমরা সারা বছর ধরে এবং টি-২০ বিশ্বকাপের সময় ওকে চোটমুক্ত রাখতে পেরেছি, কিন্তু টেস্ট ক্রিকেটের সময় ব্যাটিং বেশি করতে হওয়ার ফলে ওর কনুইয়ে চাপ পড়ছে। তার ফলে ওর চোট বেড়েছে।’
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
