IND vs NZ 2nd Test: ৫৩৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার ভারতের
India vs New Zealand, Second Test Match: নিউজিল্যান্ডের টার্গেট ৫৪০ রান। ফলে ওয়াংখেড়েতে এই টেস্ট ম্যাচ আড়াই দিন গড়াতে না গড়াতেই জয়ের গন্ধ পেয়ে গেল ভারতীয় দল।
মুম্বই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন ৭ উইকেটে ২৭৬ রান করে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দিল ভারতীয় দল। ভারতের লিড ৫৩৯ রানের। আজ আরও ৪৭ ওভার খেলা হওয়ার কথা। ফলে ওয়াংখেড়েতে এই টেস্ট ম্যাচ আড়াই দিন গড়াতে না গড়াতেই জয়ের গন্ধ পেয়ে গেল ভারতীয় দল।
দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন প্রথম ইনিংসে ১৫০ করা ওপেনার ময়ঙ্ক আগরওয়াল। অপর ওপেনার চেতেশ্বর পূজারা করেন ৪৭ রান। তিন নম্বরে নামা শুভমান গিলও করেন ৪৭ রান। অধিনায়ক বিরাট কোহলি করেন ৩৬ রান। শ্রেয়স আয়ার ১৪, ঋদ্ধিমান সাহা ১৩ রান করেন। অক্ষর পটেল ২৬ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল চারটি ছক্কা ও তিনটি বাউন্ডারি। জয়ন্ত যাদব করেন ৬ রান। তিনি আউট হয়ে যেতেই ইনিংস ডিক্লেয়ার করে দেন বিরাট।
দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে অনিল কুম্বলের রেকর্ড স্পর্শ করলেন আজাজ পটেল। ১৯৯৯ সালে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১০ উইকেট নেন কুম্বলে। সেই ম্যাচে তিনি নেন মোট ১৪টি উইকেট। ওয়াংখেড়েতে চলতি টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে ১০ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিলেন আজাজ। এই ম্যাচে তাঁর মোট ১৪টি উইকেট হয়ে গেল।
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন রাচিন রবীন্দ্র। এই দুই ভারতীয় বংশোদ্ভূত বোলার ছাড়া নিউজিল্যান্ডের আর কেউ ওয়াংখেড়ে টেস্টে উইকেট নিতে পারলেন না।
ভারতের ব্যাটসম্যানরা দুই ইনিংসেই দাপট দেখিয়েছেন। বোলাররাও প্রথম ইনিংসে অসাধারণ মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। অক্ষর দুই ইনিংসেই ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্য়ান্স দেখালেন। প্রথম ইনিংসে তিনি বোলিংও ভাল করেছিলেন। এবার ম্যাচ জেতার জন্য দ্বিতীয় ইনিংসেও ভাল পারফরম্যান্স দেখাতে হবে ভারতের বোলারদের।