IND vs NZ 2nd Test: কাল শুরু ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট, নজরে ওয়াংখেড়ের পিচ
IND vs NZ 2nd Test: সাধারণ স্পিন (spin) সহায়ক উইকেটেই (wicket) দেশের মাটিতে খেলতে নামে ভারতীয় দল। আর স্পিন দিয়েই প্রতিপক্ষকে আক্রমণের ছক কষা হয়। মুম্বইয়েও কী তেমনই হবে?
মুম্বই: কানপুরের গ্রিন পার্কে শক্তিশালী ভারতীয় বোলিং লাইন আপের বিরুদ্ধে মরিয়া লড়াই করে ম্যাচ ড্র করে নিয়েছে ভারতীয় (india cricket team) ক্রিকেট দল। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল স্পিন ত্রয়ী মিলেও দ্বিতীয় ইনিংসে অল আউট করতে পারেননি ভারতীয় দলকে। সাধারণ স্পিন (spin) সহায়ক উইকেটেই (wicket) দেশের মাটিতে খেলতে নামে ভারতীয় দল। আর স্পিন দিয়েই প্রতিপক্ষকে আক্রমণের ছক কষা হয়। মুম্বইয়েও কী তেমনই হবে?
সাধারণ ওয়াংখেড়ের (wankhede) পিচ শুরুর দিকে ব্যাটারদের সুবিধে দেয়। কিন্তু ম্যাচ যত এগােয়, ততই স্পিনাররা সুবিধে পায়। কিন্তু মুম্বইয়ে বৃষ্টি হয়েছে বেশ ভালই। এমনকী গতকাল বৃষ্টির জন্য ভারতীয় দলের অনুশীলনও বন্ধ ছিল। তাই এবার শুকনো পিচের সম্ভাবনা নেই সেভাবে। ফলে পেসাররাও সুবিধে পেতে পারে এবার। সেক্ষেত্রে অতিরিক্ত এক পেসারকে ভারতীয় একাদশে দেখা যেতেই পারে। সেক্ষেত্রে মহম্মদ সিরাজই হবে টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ।
প্রথম টেস্টে অল্পের জন্য জয় হাতছাড়া হয়েছে ভারতীয় দলের। ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে টিম ইন্ডিয়াকে (india cricket team)। এই পরিস্থিতিতে দ্বিতীয় ম্যাচে যে দল জিতবে তারাই সিরিজে চ্যাম্পিয়ন হবে। সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত হওয়ায় ২ দলের কাছেই এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতীয় শিবিরে দ্বিতীয় ম্যাচেই একাদশে ফিরতে চলেছেন বিরাট কোহলি (virat kohli)। কিন্তু কার বদলি হিসেবে দলে যোগ দেবেন তিনি? এই প্রশ্নই এখন বারবার উঠে আসছে।
প্রথম টেস্টে ব্যাটে রান পাননি অজিঙ্ক রাহানে। রান পাননি চেতেশ্বর পূজারাও। এই ২ অভিজ্ঞ ব্যাটার দীর্ঘদিন ধরেই অফফর্মে। রাহানে শেষবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। পূজারার তো গত ২ বছরের ওপরে কোনও সেঞ্চুরিও নেই। এই পরিস্থিতিতে তাঁদের ২ জনকেই বলির পাঁঠা করা হবে, এমনটাই মনে করা হচ্ছিল। কিন্তু সূত্র মারফৎ শোনা যাচ্ছে যে রাহানে নয়, দ্বিতীয় টেস্টে বিরাট দলে ঢুকতে পারেন ময়ঙ্ক অগ্রবালের পরিবর্ত হিসেবে।