IND vs NZ, 3rd T20: টি-২০ সিরিজের ফয়সালা আজ, কখন-কোথায় দেখবেন ভারত-নিউজিল্যান্ড ম্যাচ?
Team India: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ট্রফি উঠবে কাদের হাতে, সেই ফয়সালা হবে আজ, বুধবার।
আমদাবাদ: প্রথম ম্যাচ জিতে ধাক্কাটা দিয়েছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস পরিস্থিতিতে জিতে ঘুরে দাঁড়িয়েছে ভারত। সিরিজে সমতাও ফিরিয়েছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ট্রফি উঠবে কাদের হাতে, সেই ফয়সালা হবে আজ, বুধবার (India vs New Zealand)। আমদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড।
লখনউ ম্যাচের পিচ নিয়ে এখনও বিতর্ক চলছে। যে ম্যাচে ৯৯ রান তুলেছিল নিউজিল্যান্ড (Ind vs NZ)। আর সেই রান তাড়া করে রীতিমতো কষ্টসাধ্য ছিল ভারতের (Team India) জয়। আমদাবাদে আজ, বুধবার টি-টোয়েন্টি সিরিজের নির্ণায়ক ম্যাচে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। সেই ম্যাচেও কি পিচ বিতর্ক তাড়া করবে?
সেরকম কোনও পূর্বাভাস পাওয়া যাচ্ছে না। বরং মনে করা হচ্ছে, আমদাবাদের নবনির্মিত নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে বড় রানের ম্যাচ হবে। যে কারণে ভারতের প্রথম একাদশে বদলের চিন্তাভাবনাও চলছে। আগের ম্যাচে কুলচা জুটিকে খেলিয়েছিল ভারত। কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল - দুজনই খেলেছিলেন। বুধবার আমদাবাদে চাহালকে বাদ দিয়ে উমরন মালিককে খেলানো হতে পারে প্রথম একাদশে।
নজরে থাকবেন ঈশান কিষাণ। যিনি ডিসেম্বরে ওয়ান ডে ম্যাচে এক ইনিংসে ২১০ রান করে হইচই ফেলে দিয়েছিলেন। কিন্তু পরের আট ইনিংস মিলিয়ে তার অর্ধেক রানও করতে পারেননি। তবে রাহুল দ্রাবিড় কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর সকলকে পর্যাপ্ত সুযোগ দেওয়ার পক্ষপাতী। যে কারণে ঈশানের জায়গা নিয়ে প্রশ্ন উঠছে না। তার ওপর উইকেটকিপিংয়ে এই মুহূর্তে আর বিকল্পের কথা ভাবছে না টিম ইন্ডিয়া। বাঁহাতি ব্যাটসম্যান হিসাবেও দলের ব্যাটিং অর্ডারে ভারসাম্যও যোগ করছেন ঝাড়খণ্ডের তরুণ।
View this post on Instagram
কাদের ম্যাচ?
ভারত বনাম নিউজিল্যান্ড
কোথায় খেলা?
নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম, আমদাবাদ
কখন শুরু
টস সন্ধ্যা ৬.৩০, খেলা শুরু ৭টায়
কোথায় দেখবেন
স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও ডিডি স্পোর্টসে
অনলাইনে দেখবেন কীভাবে
মোবাইল ফোনে ডিজনি প্লাস হটস্টার ও জিও টিভি অ্যাপে সরাসরি দেখা যাবে ম্যাচ
আরও পড়ুন: প্রয়াত প্রাক্তন ফুটবলার পরিমল দে, শোকের ছায়া ময়দানে