R Aswhin: 'অশ্বিন এখন বিশ্বের সেরা স্পিনার, তবে কুম্বলের রেকর্ড ভাঙতে পারবে না'
Sunil Subramanian on Ashwin: আর ৭টি উইকেট নিলেই অশ্বিন স্পর্শ করে ফেলবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের (Kapil Dev) ৪৩৪ উইকেটের নজির। যা শুধু সময়ের অপেক্ষা। সামনে থাকবেন শুধু অনিল কুম্বলে।
কলকাতা: ক্রিকেট মাঠে বল হাতে একের পর এক শৃঙ্গ জয় করে চলেছেন তিনি। টেস্টে ৪২৭ উইকেট হয়ে গিয়েছে। আর ৭টি উইকেট নিলেই স্পর্শ করে ফেলবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের (Kapil Dev) ৪৩৪ উইকেটের নজির। যা শুধু সময়ের অপেক্ষা। সামনে থাকবেন শুধু অনিল কুম্বলে (Anil Kumble)। টেস্টে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি।
আর অশ্বিন (R Ashwin) কি পারবেন কুম্বলের রেকর্ড ভেঙে দিতে? অশ্বিনকে বিশ্বের সেরা স্পিনারের স্বীকৃতি দিলেও, কুম্বলের রেকর্ড তিনি ভেঙে দেবেন বলে মনে করেন না সুনীল সুব্রহ্মণ্যম। তবে কাছাকাছি পৌঁছে যাবেন।
কে এই সুনীল সুব্রহ্মণ্যম? প্রাক্তন ক্রিকেটার। একসময় বিরাট কোহলিদের দলের ম্যানেজারও ছিলেন। তবে সুনীলের আরও বড় পরিচয় হল, তিনি আর অশ্বিনের ব্যক্তিগত কোচও।
নিউজিল্য়ান্ডকে ১-০ হারিয়ে টেস্ট সিরিজ জিতে নিয়েছে ভারত। সিরিজের সেরা ক্রিকেটার হয়েছেন অশ্বিন। ছাত্রের সাফল্যে উৎফুল্ল কোচ। সুব্রহ্মণ্যম বলছেন, 'অশ্বিন এখন বিশ্বের সেরা স্পিনার।' চলতি সিরিজেই হরভজন সিংহকে টেস্টের উইকেট সংখ্যায় পেরিয়ে গিয়েছেন অশ্বিন। কপিলের উইকেটের চেয়ে আর মাত্র ৭ শিকার দূরে তিনি। সব কিছু ঠিকঠাক চললে দক্ষিণ আফ্রিকাতেই কপিলের রেকর্ড ভেঙে দিতে পারেন অশ্বিন।
আর কুম্বলে? টেস্টে ৬১৯ উইকেট রয়েছে কর্নাটকের কিংবদন্তির। অশ্বিন তাঁর চেয়ে ঠিক ১৯২টি উইকেটে পিছিয়ে। পারবেন তিনি 'জাম্বো'র রেকর্ড ভেঙে দিতে? অশ্বিনের ব্যক্তিগত কোচ বলছেন, 'ওর বয়স এখন ৩৫। যেরকম ফিট রয়েছে, তাতে আরও তিন বছর অন্তত খেলবে। অর্থাৎ ৩৮ বছর বয়স পর্যন্ত। এই তিন বছরে ভারত প্রায় ৩৫টা টেস্ট ম্যাচ খেলবে। তার মধ্যে ঘরের মাঠে খেলবে ২৫টি মতো টেস্ট। ফিট থাকলে সেগুলির সবকটিতেই অশ্বিন খেলবে। আর ও যেরকম ভাবে উইকেট তুলছে, তাতে ম্যাচ পিছু যদি ৬ উইকেট করেও পায়, আরও দেড়শো উইকেট পাবে। সব মিলিয়ে ৫৭০ উইকেটের কাছাকাছি পাবে।'
সুব্রহ্মণ্যম বলছেন, 'কুম্বলের খুব কাছাকাছি যাবে অশ্বিন। তবে পেরতে পারবে না বলেই মনে হচ্ছে। যদিও দুজনের তুলনা করা উচিত নয়। কুম্বলে ছিল রিস্টস্পিনার। অশ্বিন ফিঙ্গার স্পিনার।'
ক্রিকেট মাঠে যেন অশ্বিনের পুনর্জন্মের সাক্ষী হয়ে রইল ২০২১। ৮ টেস্টে ৫২ উইকেট। চমকে ওঠার মতো স্ট্রাইক রেট। ৪২.১। অর্থাৎ, প্রত্যেক ৪২ বল অন্তর উইকেট পেয়েছেন। যা তাঁর কেরিয়ারের স্ট্রাইক রেটের চেয়েও উজ্জ্বল।
ব্যাটারদের রাতের ঘুম উড়ে গিয়েছে আর অশ্বিনের (R Ashwin) দাপটে। ঘূর্ণির জালে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন তামিলনাড়ুর অফস্পিনার। কোন মন্ত্রে বদলে গেলেন অশ্বিন? কীভাবে আরও বিষাক্ত হয়ে উঠেছে তাঁর স্পিনের ছোবল?
'অশ্বিন এখন একজন ধ্রুপদী অফস্পিনারের মতো বল করছে। খুব বেশি পরীক্ষানিরীক্ষা করে না। পরীক্ষানিরীক্ষা কমানো আর প্রথাগত অফস্পিনে জোর দেওয়ার পর ও বল হাতে আরও বিপজ্জনক হয়ে উঠেছে। যেভাবে বলের গ্রিপ আর ক্রিজের কোণগুলো ব্যবহার করছে, এক কথায় অনবদ্য,' এবিপি লাইভকে বলছিলেন সুব্রহ্মণ্যম। ছোটবেলা যাঁর কাছে স্পিন বোলিংয়ের তালিম নিয়েছেন অশ্বিন। ফের একবার সিরিজের সেরার শিরোপা উঠেছে ছাত্রের মাথায়। ২ টেস্টে ১৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটে ৭০ রান করার জন্য। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত গুরু। সুব্রহ্মণ্যম বললেন, 'ধ্রুপদী অফস্পিন করেও শুধুমাত্র ক্রিজ ব্যবহার করে, স্টাম্পের গা ঘেঁষে বা স্টাম্পের দূর থেকে বল রিলিজ করে বা গ্রিপের হেরফের করে ব্যাটারদের বোকা বানানো যায়। সেটাই করে দেখিয়েছে অশ্বিন। স্টক বল বেশি করলে ব্যাটারদের সুবিধা হয়ে যায়। সেটা ও হতে দিচ্ছে না।'