এক্সপ্লোর
PV Sindhu: কিংবদন্তি ক্রিকেটারের মেয়ের তৈরি করা পোশাকে বিয়ে পি ভি সিন্ধু-বেঙ্কটের, সিনেমার মতো ফটোশ্যুট
PV Sindhu Marriage: তথ্যপ্রযুক্তি সংস্থার উচ্চপদস্থ কর্মী বেঙ্কট দত্ত সাইয়ের (Venkata Datta Sai) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু।

সিন্ধু-বেঙ্কটের ছবি ভাইরাল। - পি ভি সিন্ধুর ফেসবুক থেকে নেওয়া ছবি
1/10

তথ্যপ্রযুক্তি সংস্থার উচ্চপদস্থ কর্মী বেঙ্কট দত্ত সাইয়ের (Venkata Datta Sai) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু (PV Sindhu)।
2/10

বিমানে আলাপ, সেখান থেকে প্রেম সিন্ধু ও বেঙ্কটের। সদ্য পরিণতি পেল সেই প্রেম।
3/10

বিয়ে থেকে শুরু করে রিসেপশন, প্রি ওয়েডিং ও পোস্ট ওয়েডিং ফটোশ্যুট, সিন্ধু সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে স্বর্ণালী মুহূর্তের সব ছবি ভাগ করে নিয়েছেন।
4/10

রাজস্থানের উদয়পুরে চার হাত এক হয়েছিল এই তারকা দম্পতির। হায়দরাবাদে হয়েছিল বিয়ের রিসেপশন।
5/10

বিয়েতে সিন্ধুর পোশাকের পাশাপাশি সবচেয়ে বেশি নজর কেড়েছিল সিন্ধুর হাতের আংটি। অলিম্পিক্সে পাওয়া দুই পদকের আদলে তৈরি করা হয়েছিল এই আংটি।
6/10

সিনেমার আদলে একটি ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন সিন্ধু। সেখানে সাদা বরফে ঢাকা উপত্যকায় আকাশী নীল রংয়ের গাউন পরে দেখা গিয়েছে ব্যাডমিন্টন তারকাকে।
7/10

রং মিলিয়ে পোশাক পরেছেন তাঁর স্বামী বেঙ্কট। পিছনে পাতাহীন ন্যাড়া গাছ যেন আরও বেশি সিনেমাটিক করে তুলেছে ফ্রেমকে।
8/10

বিয়ের অনুষ্ঠানের জন্য কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডস ও অভিনেত্রী নীনা গুপ্তর কন্যা, ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তর 'অম্বর বাগ' কালেকশন থেকে একটি পোশাক বেছে নিয়েছিলেন সিন্ধু।
9/10

বেঙ্কট পরেছিলেন মাসাবার ডিজাইন করা দক্ষিণী ঐতিহ্যমণ্ডিত সরু সোনালি পাড়ের ঘিয়েরঙা ভেস্টি এবং সোনালি গোটাপত্তির কাজ করা হালকা সবুজ রংয়ের কুর্তা।
10/10

সিন্ধু ও বেঙ্কটের ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। অভিনন্দন বার্তায় ভাসছে দম্পতি। - পি ভি সিন্ধুর ফেসবুক থেকে নেওয়া ছবি
Published at : 04 Jan 2025 10:48 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
