IND Vs NZ: ওয়ান ডে-তে বিশ্বের এক নম্বর দল হয়ে ওঠার সুযোগ ভারতের সামনে, কীভাবে?
ICC Ranking: আপাতত আইসিসি ব়্যাঙ্কিংয়ে ওয়ান ডে-র চার নম্বর দল ভারত। তাদের সংগৃহীত পয়েন্ট ১১০। ১১৭ পয়েন্ট নিয়ে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড।
![IND Vs NZ: ওয়ান ডে-তে বিশ্বের এক নম্বর দল হয়ে ওঠার সুযোগ ভারতের সামনে, কীভাবে? IND Vs NZ: Here's How 4th-ranked India Can Overtake New Zealand To Become No 1 ODI Side IND Vs NZ: ওয়ান ডে-তে বিশ্বের এক নম্বর দল হয়ে ওঠার সুযোগ ভারতের সামনে, কীভাবে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/18/0ba511554f77c7aa138dba1ff9a19378167403028389850_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হায়দরাবাদ: শ্রীলঙ্কাকে ঘরের মাটিতে ওয়ান ডে সিরিজে ৩-০ হোয়াইটওয়াশ করেছে ভারত (Indian Cricket Team)। টিম ইন্ডিয়ার পরের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। যাদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলছে ভারত (Ind vs NZ)। বুধবার হায়দরাবাদে কিউয়িদের বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের। এই সিরিজে ভারতের সামনে একটা বিরাট সুযোগ রয়েছে। ওয়ান ডে-তে বিশ্বের সেরা দল হয়ে উঠতে পারে ভারত।
কীভাবে?
এই সিরিজের আগে শ্রীলঙ্কাকে হারিয়েছে ভারত (Team India)। অন্যদিকে নিউজিল্যান্ড হারিয়েছে পাকিস্তানকে। আপাতত আইসিসি ব়্যাঙ্কিংয়ে ওয়ান ডে-র চার নম্বর দল ভারত। তাদের সংগৃহীত পয়েন্ট ১১০। ১১৭ পয়েন্ট নিয়ে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। ভারত যদি চলতি ওয়ান ডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয়, তাহলে নিউজিল্যান্ডকে সরিয়ে বিশ্বের সেরা ওয়ান ডে দল হবে ভারতই।
সাম্প্রতিক আইসিসি ব়্যাঙ্কিংয়ে বিশ্বের দুই নম্বর দল ইংল্যান্ড। তাদের সংগ্রহে ১১৩ পয়েন্ট। ১১২ পয়েন্ট রয়েছে অস্ট্রেলিয়ার। ভারত যদি নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে, তাহলে এক লাফে তিনটি দলকে পেরিয়ে শীর্ষে উঠে আসবেন রোহিত শর্মারা।
View this post on Instagram
ভারত-নিউজিল্যান্ডের মুখোমুখি সাক্ষাৎ
মাত্র মাস দু'য়েক আগেই একই প্রতিপক্ষের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত। নিউজিল্যান্ডের মাটিতে আয়োজিত সেই সিরিজে ১-০ পরাজিত হয় ভারতীয় দল। এবার টিম ইন্ডিয়ার সামনে সেই হারের জবাব দেওয়ার হাতছানি। কিন্তু অতীত রেকর্ড কী বলছে? ভারত না নিউজিল্যান্ড, দুই দলের মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কোন দল? এক্ষেত্রে সামন্য হলেও এগিয়ে ভারতই। এ পর্যন্ত ভারত-নিউজিল্যান্ড ১১৩টি ওয়ান ডে ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। ভারত ৫৫টি ম্যাচ জিতেছে, ৫০টি জয় পেয়েছে নিউজিল্যান্ড। দুই দলের একটি ম্যাচ টাই হয় এবং সাতটি ম্যাচে কোনও ফলাফল হয়নি।
আরও পড়ুন: চোখ ধাঁধানো আলোয় সেজে উঠেছে বাড়ি! কবে বিয়ে রাহুল-আথিয়ার?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)