IND VS NZ: ''ক্রিকেটাররা মেশিন নয়, রোজ পারফর্ম করা সম্ভব নয়'', সতীর্থদের পাশে রোহিত
IND VS NZ: চলতি বছরে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ইংল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজ, আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ পরপর খেলতে হয়েছে ক্রিকেটারদের। ফলে ক্লান্তি গ্রাস করেছে অনেককেই।
জয়পুর: টানা জৈব সুরক্ষা বলয়ে থাকা। একের পর এক সিরিজ সব কিছু নিয়েই বারবার প্রশ্ন তুলেছে ভারতীয় দল (INDIAN CRICKET TEAM)। এবার নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নামার আগে সতীর্থদের পাশে দাঁড়ালেন রোহিত শর্মা (rohit sharma)। টি-টোয়েন্টি ফর্ম্যাটে নতুন অধিনায়ক হিটম্যান। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এসে রোহিত বলেন, ''ওয়ার্কলোড ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা প্রচুর ম্যাচ খেলি। শরীরের খেয়াল রাখাটাও দরকার। প্লেয়াররা কেউ মেশিন নয়, প্রত্যেক ম্যাচে তাঁদের পক্ষে মাঠে নেমে পারফর্ম করাটা কোনওভাবেই সম্ভব নয়। ক্রিকেটারদেরও বিশ্রামের, রিফ্রেশমেন্ট দরকার।''
চলতি বছরে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ইংল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজ, আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ পরপর খেলতে হয়েছে ক্রিকেটারদের। ফলে ক্লান্তি গ্রাস করেছে অনেককেই। টি-টোয়েন্টি সিরিজে তাই বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট, বুমরা, শামির মতো সিনিয়র ক্রিকেটারদের। তার বদলে বেশ কয়েক জন নতুন মুখকে দলে আনা হয়েছে। যাঁদের মধ্যে আছেন ঋতুরাজ গায়কোয়াড, বেঙ্কটেশ আইয়ার, আবেশ খান, হর্ষল পটেলরা। হার্দিক পাণ্ড্য়র বদলি হিসেবে কলকাতা নাইট রাইডার্সের ভেঙ্কটেশের দিকে তাকিয়ে সবাই। রোহিত বলছেন, ‘‘শুধু বেঙ্কটেশ কেন, সবার উপরেই আমরা নজর রাখব। আমি জানি, বোলার-অলরাউন্ডারের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এক জনের উপরে এই নিয়ে চাপ তৈরি করা কখনোই উচিত নয়।''
বিরাট কোহলির দলে ভূমিকা নিয়েও মুখ খুললেন হিটম্যান। তিনি বলেন, ''বিরাট অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ওর অভিজ্ঞতা অনেক। ও যে ম্যাচে খেলে, সেখানে প্রভাব রেখে যায়। আর ব্যাট করার সময় পরিস্থিতি অনুযায়ী আমাদের ভূমিকা বদলে যায়। বিরাট ফিরে এলে দল আরও শক্তিশালী হবে।’’
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল পারফর্ম করতে পারেনি টিম ইন্ডিয়া। গুরুত্বপূর্ণ ২ ম্যাচে ভারত ও নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে হারতে হয়েছে। তবে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। তাহলে কি নিউজিল্যান্ড দল দুর্বল হয়ে গেল? রোহিত বলেন, ''ওরা বরাবরই টিমগেম খেলে। উইলিয়ামসনের না থাকাটা ওদের জন্য কিছুটা ধাক্কা। কিন্তু দলে এমন অনেক প্লেয়ার আছে যারা ম্যাচ বের করে নেওয়ার ক্ষমতা রাখে। বিশ্বকাপে ওদের সাফ্যই তার প্রমাণ।''
এদিকে ক্রিকেট থেকে বিশ্রামে রয়েছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না তিনি। এমনকী প্রথম টেস্টেও দেখা যাবে না কিং কোহলিকে। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ড কু-তে একটি ছবি পোস্ট করেছেন তিনি। দেখে নিন সেই ছবি।