Kohli On Gill: 'তারকা', ভবিষ্যতের কোহলি কে, বেছে নিলেন বিরাট নিজেই
Ind vs NZ: শুভমনের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন বিরাট। সেই ছবিতে তিনি লিখেছেন, 'সিতারা'। বাংলা করলে দাঁড়ায়, তারকা।
আমদাবাদ: অতিরিক্ত ক্রিকেটের ধকল কাটাতে তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলেননি। আপাতত স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) ও মেয়ে ভামিকাকে (Bhamika) নিয়ে ছুটি কাটাচ্ছেন। হৃষিকেশে তাঁদের বেড়ানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
তবে ক্রিকেট থেকে দূরে সরে নেই বিরাট কোহলি (Virat Kohli)। ছুটির ফাঁকেও ভারত-নিউজিল্যান্ড টি-২০ সিরিজে চোখ রেখেছিলেন। আমদাবাদে শুভমন গিলের (Shubman Gill) ব্যাটিং বিক্রম দেখে মুগ্ধ কোহলি। সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করলেন।
শুভমনের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন বিরাট। সেই ছবিতে তিনি লিখেছেন, 'সিতারা'। বাংলা করলে দাঁড়ায়, তারকা। সঙ্গে একটি তারার ইমোজি। সঙ্গে বিরাট লেখেন, 'এই আমাদের ভবিষ্যৎ, শুভমন গিল'।
২০২৩ সালে নিজের দুরন্ত ফর্ম অব্যাহত রাখলেন শুভমন গিল (Shubman Gill)। পঞ্চম ভারতীয় হিসাবে তিন ফর্ম্যাটেই শতরান করার কৃতিত্ব গড়েছেন শুভমন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে (IND vs NZ 3rd ODI) ৬৩ বলে অপরাজিত ১২৬ রানের ইনিংস খেলেন ভারতের তারকা ওপেনার। কিউয়িদের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচে শুভমনের শতরানে ভর করেই রেকর্ড ১৬৮ রানে জয় পায় ভারতীয় দল। স্বাভাবিকভাবেই শতরানের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন শুভমন।
হার্দিকের পরামর্শ
ম্যাচ শেষে শুভমন জানান অধিনায়ক হার্দিক পাণ্ড্যই (Hardik Pandya) তাঁকে বাকি বিষয়ের চিন্তা না করে নিজের স্বাভাবিক খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, 'যখন নেটে কোনওকিছুর অনুশীলন করি এবং ম্যাচে তা কার্যকর করতে সক্ষম হই, তখন ভালই লাগে। দলের জন্য বড় রানের ইনিংস খেলাটা বেশ আনন্দদায়কই বটে। প্রত্যেকের ছয় মারার টেকনিকটা ভিন্ন। হার্দিক ভাই আমাকে আমার স্বাভাবিক খেলাটা খেলার পরামর্শ দিয়েছিলেন। ওঁ আমায় বলেছিলেন বাড়তি কিছু করার কোনও প্রয়োজন নেই।'
ব্যাট হাতে শুভমন গিলের অপরাজিত ১২৬ রানের ইনিংস। বল হাতে অধিনায়ক হার্দিক পাণ্ড্যর ৪ উইকেটের সুবাদে রেকর্ড গড়ে জয় পেল টিম ইন্ডিয়া। বিশাল ব্যবধানে নিউজিল্যান্ডকে তৃতীয় টি-টোয়েন্টিতে হারিয়ে সিরিজ জিতে নিল হার্দিক পাণ্ড্যর নেতৃত্বাধীন ভারতীয় দল। ২৩৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ৬৬ রানে অল আউট হয়ে যায় নিউজিল্য়ান্ড। ব্যাট হাতে শুভমন গিলের পর বল হাতে বিধ্বংসী স্পেল হার্দিক পাণ্ড্য়, অর্শদীপ সিংহদের। ১৬৮ রানের বিশাল ব্যবধানে নিউজিল্য়ান্ডকে হারিয়ে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত। শুভমন ছাড়া ৪৪ রানের আক্রমণাত্মক ইনিংসে নজর কাড়েন রাহুল ত্রিপাঠী। অর্শদীপ, উমরন ও শিবম মাভি দুইটি করে উইকেট নেন।
আরও পড়ুন: ৯ চার ২ ছক্কায় ইডেন মাতালেন শাহবাজ, ধোনির রাজ্যের বিরুদ্ধে ১৫৫ রানের লিড বাংলার