IND vs PAK, Asia Cup LIVE: দুরন্ত জয় ভারতের, শেষ ওভারে ছক্কা হাঁকিয়ে পাক বধের নায়ক হার্দিক
Asia Cup 2022, Match 2, IND vs PAK: এই ম্যাচে অবশ্য দুই দলের দুই সেরা বোলার শাহিন আফ্রিদি এবং যশপ্রীত বুমরা নেই। তাতে স্বাভাবিকভাবেই দুই দলের শক্তিই কিছুটা হলেও কমেছে।
LIVE
Background
দুবাই: গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে এই একই ময়দানে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেইবার ১০ উইকেটে ভারতকে পর্যদুস্ত করেছিল টিম ইন্ডিয়া। এ বার সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার হাতছানি। তবে অতীতের কথা একেবারেই মনে রাখতে চান না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি সাংবাদিক সম্মেলনে ম্যাচের আগের দিন বলেন, 'আগে যা হয়েছে, তা অতীত। আমরা এখন এক একটি ম্যাচ করে সামনের দিকে এগোতে চাই। সেই দিকেই আমাদের নজর। দলের সকলেই এই ম্যাচের জন্য ফুটছে। আমরা অবশ্য এখনও ম্যাচের একাদশ নির্ধারণ করিনি। আমরা পিচ দেখে তবেই শেষমেশ দল ঘোষণা করব।'
এই ম্যাচে অবশ্য দুই দলের দুই সেরা বোলার শাহিন আফ্রিদি এবং যশপ্রীত বুমরা নেই। তাতে স্বাভাবিকভাবেই দুই দলের শক্তিই কিছুটা হলেও কমেছে। তবে ম্যাচের উত্তেজনায় তাতে কোনওরকম ভাটা পড়েনি। খুশির খবর হল ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় এই ম্যাচের আগেই করোনা সারিয়ে দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন। অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে দায়িত্ব নেওয়া ভিভিএস লক্ষ্মণ ফিরেছেন দেশে। তিনি ভারতীয় 'এ' দলকে নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রস্তুত করবেন। সবমিলিয়ে বলাই যায় ভারত-পাকিস্তান মহারণে মঞ্চ প্রস্তুত। এবার দেখার ম্যাচে কে, কেমন খেলেন। তার আগে এক নজরে দেখে নেওয়া যাক এশিয়া কাপে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী অতীতে সাক্ষাৎকারের পরিসংখ্যানগুলি।
IND vs PAK, Asia Cup LIVE: দুরন্ত জয় রোহিত বাহিনীর
এশিয়া কাপে প্রথম ম্যাচে দুরন্ত জয় ভারতের। ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে দিল রোহিত বাহিনী।
IND vs PAK Live: আউট সূর্যকুমার
নিজের দ্বিতীয় স্পেলে এসে সূর্যকুমারকে ১৮ রানে ফিরিয়ে ফের পাকিস্তানকে সাফল্যে এনে দিলেন নাসিম শাহ। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৯৭/৪। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন জাডেজা ও হার্দিক পাণ্ড্য।
IND vs PAK, Asia Cup LIVE: ৬ ওভারে ভারতের প্রয়োজন ৫৯ রান
পরপর রোহিত ও বিরাটকে হারানোর পর ভারতের ইনিংসের হাল ধরেছেন জাডেজা ও সূর্যকুমার যাদব। দুইজনে ইতিমধ্যেই চতুর্থ উইকেটে ৩৬ রান যোগ করে ফেলেছেন। ভারতের জয়ের জন্য ৬ ওভারে ৫৯ রানের দরকার। ১৪ ওভার শেষে স্কোর ৮৯/৩।
IND vs PAK Live: আউট রোহিত, বিরাট
পরপর ফিরলেন রোহিত, বিরাট। হিটম্যানের ঝুলিতে ১২, কোহলির ঝুলিতে ৩৫।
IND vs PAK, Asia Cup LIVE: ৬ ওভার শেষে ভারতের স্কোর ৩৮/১
পাওয়ার প্লে-তে ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৮ রান বোর্ডে তুলে নিল ভারত। ক্রিজে বিরাট, রোহিত।