Asia Cup: কনিষ্ঠতম বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক, চিনে নিন তরুণ পাক পেসার নাসিম শাহকে
Asia Cup, IND vs PAK: ডানহাতি এই তরুণ পেসার এখনও পর্যন্ত পাকিস্তানের হয়ে ১৩টি টেস্ট খেলেছেন। ৩টি ওয়ান ডে আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন তিনি। মোট ১৬ ম্যাচ ৪৩ উইকেট নিয়েছেন।
![Asia Cup: কনিষ্ঠতম বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক, চিনে নিন তরুণ পাক পেসার নাসিম শাহকে IND vs PAK: Know all about Pakistan's pace bowler Naseem Shah who is making his T20I debut against India Asia Cup: কনিষ্ঠতম বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক, চিনে নিন তরুণ পাক পেসার নাসিম শাহকে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/28/2700fa3f3c57c153a40841134c240c551661699993392206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দুবাই: পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে নিজেদের অভিযান শুরু করেছে ভারতীয় দল। ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছেন তরুণ পেস বোলার নাসিম শাহ। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই সবার নজর কেড়ে নিয়েছেন তিনি। আজকের ম্যাচেও কিন্তু বিরাট, রোহিতদের পথের কাঁটা হতে পারেন নাসিম।
কে এই নাসিম শাহ?
ডানহাতি এই তরুণ পেসার এখনও পর্যন্ত পাকিস্তানের হয়ে ১৩টি টেস্ট খেলেছেন। ৩টি ওয়ান ডে আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন তিনি। মোট ১৬টি ম্যাচে এখনও পর্যন্ত ৪৩ উইকেট তুলে নিয়েছেন নাসিম। টেস্টে কনিষ্ঠ বোলার হিসেবে হ্যাটট্রিক করার নজির গড়েছেন এই ১৯ বছরের পেসার। দ্বিতীয় কনিষ্ঠ বোলার হিসেবে টেস্টে ৫ উইকেট নিয়েছেন নাসিম।
প্রায় প্রত্যেক বলই ১৫০ কিমি ও তার বেশি গতিতে বল করার জন্য নাসিম সবার নজরে এসেছেন। এছাড়াও তাঁর সম্পদ ২ দিকেই স্যুইং করাতে পারেন তিনি। তবে কেরিয়ারের শুরুতেই বিতর্ক সঙ্গী ছিল এই তরুণের। অভিষেকের সময় পাক বোর্ডের তরফে নাসিমের বয়স উল্লেখ করা হয়েছিল ১৬ বছর। যদিও তার অনেক দিন আগেই এক পাক সাংবাদিক উল্লেখ করেছিলেন যে নাসিমের বয়স ১৭। সোশ্যাল মিডিয়ায় অনেকেই নাসিমের বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ তুলেছিলেন। পাক ক্রিকেট বোর্ড অবশ্য নাসিমের বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ উড়িয় দিয়েছিল।
যদিও অভিষেকের পর থেকে কিংবদন্তি ওয়াকার ইউনিসের দরাজ সার্টিফিকেট পেয়েছেন নাসিম। ভারতের বিরুদ্ধে এখনও একটিও ম্যাচ খেলার সুযোগ হয়নি নাসিমের। এখন দেখার টিম ইন্ডিয়ার শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে নাসিম সফল হন কি না।
উল্লেখ্য, গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে এই একই ময়দানে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেই বার ১০ উইকেটে ভারতকে পর্যদুস্ত করেছিল টিম ইন্ডিয়া। এ বার সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার হাতছানি। তবে অতীতের কথা একেবারেই মনে রাখতে চান না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি সাংবাদিক সম্মেলনে ম্যাচের আগের দিন বলেছিলেন, 'আগে যা হয়েছে, তা অতীত। আমরা এখন এক একটি ম্যাচ করে সামনের দিকে এগোতে চাই। সেই দিকেই আমাদের নজর। দলের সকলেই এই ম্যাচের জন্য ফুটছে। আমরা অবশ্য এখনও ম্যাচের একাদশ নির্ধারণ করিনি। আমরা পিচ দেখে তবেই শেষমেশ দল ঘোষণা করব।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)