(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs PAK T20I: মাঠে দুরন্ত জয় ভারতের, সোশ্যাল মিডিয়ায় রাজ হার্দিক-ভুবির
IND vs PAK, Asia Cup 2022: ব্যাট হাতে অপরাজিত ৩৩ রানের পাশাপাশি বল হাতে তিন উইকেট নেওয়ার জন্য এই ম্যাচের সেরা ঘোষণা করা হয় হার্দিক পাণ্ড্যকে। চার উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন ভুবনেশ্বর কুমারও।
নয়াদিল্লি: দুবাইয়ের ময়দানে পাকিস্তানকে (India vs Pakistan) পাঁচ উইকেটে হারিয়ে দুরন্তভাবে এশিয়া কাপের (Asia Cup 2022) অভিযান শুরু করেছে ভারতীয় দল। ম্যাচে ব্যাটে বলে দুর্ধর্ষ পারফর্ম করেছেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। বল হাতে তিন উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটে নেমে অপরাজিত ৩৩ রানের এক অনবদ্য ইনিংস খেলেন হার্দিক। তাঁর পাশাপাশি ভুবনেশ্বর কুমারও (Bhuvneshwar Kumar) চার উইকেট নিয়ে গড়েছেন রেকর্ড। ভারতের এই দুরন্ত জয়ের পরে সোশ্যাল মিডিয়ায় স্বাভাবিকভাবেই হার্দিক-ভুবির রাজত্ব।
ভারত ও পাকিস্তান, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে উত্তেজনার কমতি কোনও সময়েই থাকে না। তার উপর এখন রাজনৈতিক অস্থিরতার জেরে বড় বড় টুর্নামেন্টগুলি ছাড়া মুখোমুখিও হয় না দুই দেশ। তাই স্বাভাবিকভাবেই দুই দেশের যে কোনও ম্যাচ ঘিরে বাড়তি উন্মাদনা চোখে পড়ে দর্শকদের মধ্যে। আর সেই উন্মাদনার স্পষ্ট ছবি ধরা পড়ে সোশ্যাল মিডিয়ায়। সাধারণ জনজীবনের সঙ্গে যখন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সোশ্যাল মিডিয়া, তখন এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে সোশ্যাল মিডিয়ায় মিম দেখা যাবে না, এমনটা হয় না। ভারতের জয়ের পর তাই বেশ কিছু মজাদার পোস্ট দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় মিম ঝড়
Hum jeet gaye
— Memefied_Official (@Memefied_O) August 28, 2022
Enjoy the meme 😂😂#INDvsPAK #AsiaCup2022 pic.twitter.com/XyWk28JjOz
Hardik Pandya with bat and ball today…#INDvsPAK #IndiaVsPakistan pic.twitter.com/cFyMZQi9Ls
— सख्याहरी (@sakhyahari) August 28, 2022
#Bhuvi whenever team needs wicket #INDvsPAK #hardikpandya #INDvPAK #IndiaVsPakistan pic.twitter.com/9nkFIkuoAi
— Megapspk🚨 (@Megapspk1) August 28, 2022
That confidence needed in everyone's life
— Krunal Modi (@krunalABDE) August 28, 2022
What a player @hardikpandya7#INDvsPAK#ViratKohli𓃵 #AsiaCup #TeamIndia pic.twitter.com/ZkaSR7pkaw
Indians going to work tomorrow #INDvsPAK pic.twitter.com/QsnQL9uEFr
— J 🇮🇳 (@jaynildave) August 28, 2022
হার্দিকের দাপট
চারিদিকেই যেমন ভুবনেশ্বর কুমার, হার্দিক পাণ্ড্যদের পারফরম্যান্সের জয়জয়কার হয়েছে। সূর্যকমার যাদব ১৮ রানে আউট হওয়ার পর ভারতের স্কোর ৮৯/৪ হয়ে যাওয়ায় চাপে পড়ে যায় ভারতীয় দল। তবে এদিন ম্যাচে হার্দিক পাণ্ড্য ও ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া রবীন্দ্র জাডেজা কিন্তু হাল ছাড়ার পক্ষে একেবারেই ছিলেন না। দুই অলরাউন্ডার মিলেই ভারতকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান। পঞ্চম উইকেটে ৫২ রানের পার্টনারশিপ গড়েন হার্দিক ও জাডেজা। হার্দিক নিজের ইনিংসের শুরুতেই নিজের মনোভাব স্পষ্ট করে দেন। আগ্রাসী মেজাজে ব্যাট করেন তিনি। ১৯তম ওভারে হার্দিকের দৌলতেই উঠা ১৪ রান ম্যাচের মোর ঘুরিয়ে দেয়। পাণ্ড্য ৩৩ রানে অপরাজিত থাকেন। ছক্কা মেরে পাঁচ উইকেটে ভারতকে জেতান তিনি।
বল হাতেও মহম্মদ রিজওয়ান, ইফতিখারদের আউট করেন হার্দিক। ভুবনেশ্বর বাবর আজমের মহাগুরুত্বপূর্ণ উইকেটসহ মোট চারটি উইকেট নেন। ২৬ রানের বিনিময়ে ভুবনেশ্বরের চার উইকেট ভারত-পাক ম্যাচে ভারতীয় বোলারদের সেরা বোলিং পারফরম্যান্স। তিনি বাদে হার্দিক তিন, অর্শদীপ সিংহ দুই ও আবেশ খান এক উইকেট নিয়েছেন। এই প্রথমবার টি-টোয়েন্টিতে ভারতীয় ফাস্ট বোলাররাই দশ উইকেট নিলেন। ম্যাচে ব্যাটে বলে দুরন্ত পারফরম্যান্সে জন্য হার্দিককেই ম্যাচ সেরা ঘোষণা করা হয়।