IND vs SA 1st ODI LIVE: ২০০ বল বাকি থাকতে জয় ভারতের, ওয়ান ডে সিরিজে ১-০ এগিয়ে গেলেন রাহুলরা
IND vs SA 1st ODI LIVE Score: ওয়ান ডে অভিষেক বি সাই সুদর্শনের।
LIVE
Background
জোহানেসবার্গ: আগামীকাল থেকে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের লড়াইয়ে খেলতে নামছে ভারতীয় দল (Indian Cricket Team)। জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে মুখোমুখি হবে ২ দল। একেবারে তরুণ দল নিয়ে ওয়ান ডে সিরিজে খেলতে নামছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। বিশেষ করে বোলিং ডিপার্টমেন্ট। বুমরা, শামি, সিরাজ কোনও বড় মুখ নেই। মুকেশ কুমার ও অর্শদীপ সিংহ রয়েছেন। অধিনায়ক হিসেবে এই সিরিজে দেখা যাবে কে এল রাহুলকে (KL Rahul)। স্পিন বোলিং বিভাগে অবশ্য দীর্ঘদিন পর কুলচা জুটিকে দেখা যাবে।
কুড়ির ফর্ম্য়াটে নেতৃত্বে ছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তিনি যদিও এই সিরিজে দলে নেই। তবে তার থেকেও বড় কথা সিরিজে ভারতীয় দলে দেখা যাবে না ২ অভিজ্ঞ তারকা ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। অন্যদিকে সুযোগ পেয়েছেন রিঙ্কু সিংহ, মুকেশ কুমারের মত অনেক নতুন মুখ। ফিরে এসেছেন সঞ্জু স্যামসনও।
গত ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালের পর এই প্রথমবার পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে খেলতে নামছেন রাহুল, শ্রেয়সরা। ক্রমাগত বৃষ্টি হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন শহরে। জোহানেসবার্গেও বৃষ্টি হয়েছে। ফলে সাধারণত ওয়ান্ডারার্সের পিচ ব্যাটিং সহায়ক হলেও বোলারদের জন্য ক্রমেই আদর্শ হয়ে উঠছে তা। ভারতের সাম্প্রতিক সময়ের দুরন্ত পেস অ্যাটাকের জন্য যা আদর্শ বলা যেতেই পারে।
রিঙ্কু সিংহের দিকে নজর থাকবে আসন্ন সিরিজে। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে জাতীয় দলে নিজের জায়গা ক্রমেই পাকা করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজের জায়গা ভারতীয় স্কোয়াডে প্রায় পাকা করে ফেলেছেন রিঙ্কু। এই পরিস্থিতিতে প্রথমবার ওয়ান ডে ফর্ম্যাটে একাদশে সুযোগ পেলে কেমন খেলেন কেকেআরের জার্সিতে আইপিএল খেলা এই বাঁহাতি, তা দেখার।
এদিকে স্কোয়াডে সুযোগ পেয়েও শেষে প্রোটিয়া সফরে ওয়ান ডে সিরিজ থেকে নাম তুলে নিলেন দীপক চাহার। দীপক চাহারের চোট নেই। কিন্তু তাঁর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে খেলা নিয়েও সংশয় ছিলই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়েই তিনি দ্রুত ক্যাম্প ছেড়ে বাড়ি ফিরে গিয়েছিলেন। চাহারের বাবার শারীরিক অবস্থা ভাল না। সেই কারণে তিনি ওয়ান ডে সিরিজ় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিসিসিআইয়ের তরফে আজ সরকারিভাবে দুই সিদ্ধান্তের কথাই জানিয়ে দেওয়া হয়েছে। চাহারের বদলে জাতীয় দলে সুযোগ পেয়েছেন বাংলার আকাশ দীপ।
IND vs SA Live Score: ৮ উইকেটে জয়ী ভারত
মাত্র ১১৭ রান তাড়া করতে নেমে ২০০ বল বাকি থাকতে লক্ষ্যপূরণ টিম ইন্ডিয়ার। তাও মাত্র ২ উইকেট খুইয়ে। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ এগিয়ে গেলেন কে এল রাহুলরা।
IND vs SA Live: হাফসেঞ্চুরি শ্রেয়স ও সুদর্শনের
৪৫ বলে ৫২ রান করে ফিরলেন শ্রেয়স আইয়ার। কেরিয়ারের প্রথম ওয়ান ডে ম্যাচে নেমেই হাফসেঞ্চুরি সুদর্শনের। ১৬ ওভারের শেষে ভারতের স্কোর ১১১/২।
IND vs SA Live Score: ১১ ওভারের শেষে ভারতের স্কোর ৬৬/১
২৭ রানে ক্রিজে সুদর্শন। ৩০ রানে অপরাজিত শ্রেয়স। ১১ ওভারের শেষে ভারতের স্কোর ৬৬/১।
IND vs SA Score Update: মাত্র ৫ রান করে ফিরলেন রুতুরাজ
উইয়ান মাল্ডারের বলে মাত্র ৫ রান করে ফিরলেন রুতুরাজ। ক্রিজে সুদর্শন ও শ্রেয়স আইয়ার। ৫ ওভারের শেষে ভারতের স্কোর ২৮/১।
IND vs SA Live: ৩ ওভারের শেষে ভারতের স্কোর ১৭/০
৩ ওভারের শেষে ভারতের স্কোর ১৭/০। ১০ বলে ১১ রান করে অপরাজিত সাই সুদর্শন।