Ind vs SA 2022: ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজেই কি দেখা যাবে মাঠ ভর্তি দর্শক?
Ind vs SA : পজিটিভ কেসের সংখ্যাও অনেক কমে গিয়েছে। এই পরিস্থিতিতে দীর্ঘদিন পরে ফের একবার মাঠে পূর্ণ দর্শক অনুমতি দিতে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রােল বোর্ড।
মুম্বই: আইপিএলের পরেই জাতীয় দলের দায়িত্বে নেমে পড়বেন বিরাট-রোহিতরা। আগামী জুনে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। সূত্রের খবর, সেই সিরিজে মাঠ ভর্তি দর্শকদের সামনেই খেলতে নামবে দ্রাবিড়ের ছেলেরা।
দেশে করোনার বাড়বাড়ন্ত এখন আর নেই। পজিটিভ কেসের সংখ্যাও অনেক কমে গিয়েছে। এই পরিস্থিতিতে দীর্ঘদিন পরে ফের একবার মাঠে পূর্ণ দর্শক অনুমতি দিতে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রােল বোর্ড। এখনও সরকারিভাবে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে কানাঘুষো শোনা যাচ্ছে এমনই।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। পাঁচটি আলাদা আলাদা ভেনুতে হবে খেলা। নয়াদিল্লি, কটক, বিশাখাপত্তনম, রাজকোট ও বেঙ্গালুরুতে হবে এই সিরিজের বাকি ম্যাচগুলো। ৯ জুন প্রথম ম্যাচ হবে। ১৯ জুন শেষ ম্যাচ হবে।
আইপিএলের লিগ পর্যায়ের ম্যাচগুলো মুম্বইতেই আয়োজন করেছিল বিসিসিআই। পুরো দেশজুড়ে একাধিক স্টেডিয়ামে খেলা হলে, কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই বদলেছে। এছাড়া আইপিএলের প্লে অফের ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে ও আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এই ২ স্টেডিয়ামে অবশ্য পূর্ণ দর্শক অনুমতি মিলেছে।
আইপিএলে দৌড় শেষ কলকাতার
কাছাকাছি এসেও যেন কাপ আর ঠোঁটের দূরত্ব থেকে গেল। দুরন্ত লড়াই করেও শেষরক্ষা করতে পারল না কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। লখনউ সুপারজায়ান্টসের (LSG) কাছে রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র ২ রানে হেরে গেলেন শ্রেয়স আইয়াররা। সেই সঙ্গে শেষ হয়ে গেল নাইটদের প্লে অফের স্বপ্ন। অন্যদিকে, এই জয়ের ফলে প্লে অফের যোগ্যতা পেল লখনউ। গুজরাত লায়ন্সের পর দ্বিতীয় দল হিসাবে প্লে অফে পৌঁছে গেলেন কে এল রাহুলরা।
আরো পড়ুন: তিরন্দাজি বিশ্বকাপে রিকার্ভে ব্রোঞ্জ ভারতীয় মহিলা দলের