IND vs SA Live : বিধ্বংসী হেনড্রিকস, ভারতকে ৫ উইকেটে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা
India vs South Africa: ডারবানে প্রথম ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গিয়েছে। ম্যাচ শুরু তো দূর অস্ত, টসই করা যায়নি। দ্বিতীয় ম্যাচে ৭ বল বাকি থাকতে জয় দক্ষিণ আফ্রিকার।
LIVE
Background
এবেখা: ডারবানে প্রথম ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গিয়েছে। ম্যাচ শুরু তো দূর অস্ত, টসই করা যায়নি। এই পরিস্থিতিতে ভারত-দক্ষিণ আফ্রিকা (IND vs SA) টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ মঙ্গলবার। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ভারত ও দক্ষিণ আফ্রিকা - দুই দলের হাতেই পড়ে রয়েছে মাত্র ৫টি করে টি-টোয়েন্টি ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ় ও আমারিকার মাটিতে আয়োজিত বিশ্বকাপের আগে নিজেদের ঘর গুছিয়ে নিতে চাইবে দুই দলই। যে পরিকল্পনা বেশ কিছুটা ধাক্কা খেয়েছে রবিবার প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ায়। মঙ্গলবার তাই দুই দলই চাইবে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যেতে।
ডারবানে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। বাকি দুই ম্যাচেও গ্যালারি ভরে যাওয়ারই কথা। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করার আগে ভারতের বিরুদ্ধে সিরিজের এই দুই ম্যাচই আর পাবে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের আগে আরও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন প্রোটিয়ারা। কিন্তু সেটা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বিশ্বকাপ শুরুর ঠিক আগে। দক্ষিণ আফ্রিকার কাছে তাই গুরুত্ব পাবে ঘরোয়া টি-টোয়েন্টি লিগের পারফরম্যান্সও। ঠিক যেমন ভারত নির্ভর করে থাকবে আইপিএল পারফরম্যান্সের দিকে। যা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া সূর্যকুমার যাদব।
দুই দলেরই নতুন ক্রিকেটারদের কাছে নিজেদের প্রমাণ করার মঞ্চ এই সিরিজ। দক্ষিণ আফ্রিকার জার্সিতে মঙ্গলবার দুই পেসারের অভিষেক হতে পারে। বাঁহাতি পেসার নান্দ্রে বার্গার ও ডানহাতি জোরে বোলার ওট্টনিয়েল বার্টমান। ওপেনার ম্যাথু ব্রিৎজ়কে-কে খেলিয়েও দেখে নিতে পারেন প্রোটিয়ারা।
ভারতীয় দলে অবশ্য অভিষেক হয়নি, এমন কোনও ক্রিকেটার নেই। তবে তাঁদের দলে এমন চারজন ক্রিকেটার আছে, যাঁরা ১০টি বা তারও কম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। মুকেশ কুমার, মহম্মদ সিরাজ, রিঙ্কু সিংহ ও জিতেশ শর্মা। পরের দুই ম্যাচে যাঁদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
প্রত্যেক ম্যাচের আগে বিশ্রামের খুব একটা সময় নেই। একদিন অন্তর রয়েছে ম্যাচগুলি। ওয়ান ডে সিরিজ শুরু হওয়ার আগে মাত্র ২ দিনের বিরতি। কুইন্টন ডি'ককের অনুপস্থিতিতে রিজা হেনড্রিকসের সামনে বড় সুযোগ নিজেকে প্রমাণ করার। ভারতের ঠিক যেমন রবি বিষ্ণোই। দুরন্ত ছন্দে আছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ঢোকার অন্যতম দাবিদার। দক্ষিণ আফ্রিকার মাটিতে বল হাতে ভেল্কি দেখাতে মুখিয়ে থাকবেন।
আরও পড়ুন: ধোনির বুড়ো হাড়ে ভেল্কি, কোহলির কীর্তি, বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ২২ গজের ২০২৩
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
IND vs SA Live: ৭ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে নিল দক্ষিণ আফ্রিকা
১২ বলে ১৭ রান করে মুকেশ কুমারের বলে ফিরলেন ডেভিড মিলার। ৭ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েও গেল।
IND vs SA Live Score: ম্যাচ জিততে আর ১৮ বলে ২৪ রান চাই প্রোটিয়াদের
১২ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১২৮/৪। ম্যাচ জিততে আর ১৮ বলে ২৪ রান চাই প্রোটিয়াদের।
IND vs SA Live: ৯ ওভারের শেষে প্রোটিয়াদের স্কোর ১০৮/৩
মারক্রামকে (১৭ বলে ৩০ রান) ফেরালেন মুকেশ কুমার। ২ উইকেট হারিয়ে একশো পেরিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ২৭ বলে ৪৯ রান করে ফিরলেন হেনড্রিসক। ৯ ওভারের শেষে প্রোটিয়াদের স্কোর ১০৮/৩।
IND vs SA Live Score: ৭ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকা ৮৭/১
বিধ্বংসী ফর্মে রিজা হেনড্রিকস (২১ বলে ৪২ ব্যাটিং) ও মারক্রাম (১৪ বলে ২৩ ব্যাটিং)। ৭ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকা ৮৭/১।
IND vs SA Live Score: ৪ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৫৬/১
৭ বলে ১৬ রান করে আউট হয়ে গেলেন ম্যাথু ব্রিৎজকে। রান আউট হয়ে গেলেন। মুকেশ কুমারকে এক ওভারে তিন বাউন্ডারি। ৪ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৫৬/১।