Year 2023 in Cricket: ধোনির বুড়ো হাড়ে ভেল্কি, কোহলির কীর্তি, বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ২২ গজের ২০২৩
Cricket Year Ender: কেমন কাটল বাইশ গজের ২০২৩?
কলকাতা: বুড়ো হাড়ে ফের ভেল্কি দেখালেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। তাঁর নেতৃত্বে পঞ্চম আইপিএল (IPL) খেতাব জিতল চেন্নাই সুপার কিংস (CSK)। ভারতকে হারিয়ে ওয়ান ডে বিশ্বকাপে (ODI World Cup) চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া। সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) রেকর্ড ভেঙে ওয়ান ডে ক্রিকেটে সেঞ্চুরির হাফসেঞ্চুরি করলেন বিরাট কোহলি (Virat Kohli)। সব মিলিয়ে কেমন কাটল বাইশ গজের ২০২৩?
ক্যাপ্টেন কুলের ম্যাজিক
তাঁর বয়স ৪২। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে মাঠে নামলে মহেন্দ্র সিংহ ধোনি যে এখনও ম্যাজিক করতে পারেন, তা প্রমাণ হয়ে গিয়েছিল গত আইপিএলে। ফের চ্যাম্পিয়ন হল চেন্নাই সুপার কিংস। ধোনির নেতৃত্বে পঞ্চম আইপিএল খেতাব সিএসকে-র। হাঁটুর চোট নিয়েও খেলে গিয়েছেন। ফাইনালে গুজরাত টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে ট্রফি জিতেছিল সিএসকে। মধ্যমণি ধোনিই। আইপিএলের পরেই হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন। অনুরাগীরা এখন থেকেই পরের আইপিএলে মাহিকে দেখার অপেক্ষা শুরু করে দিয়েছেন।
অস্ট্রেলিয়ার হেক্সা
বিশ্বকাপের প্রথম দু'ম্যাচে হার। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো প্রাক্তন ক্রিকেটারও অস্ট্রেলিয়ার ফর্ম দেখে চমকে উঠেছিলেন। আর সেই অস্ট্রেলিয়াই কি না ওয়ান ডে ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হল! তাও ফেভারিট ভারতকে তাদের মাটিতে হারিয়ে। যে ভারত টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছিল। ফাইনালে টিম ইন্ডিয়াকে ৬ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। ট্র্যাভিস হেডের বিধ্বংসী সেঞ্চুরি। মহম্মদ শামি-যশপ্রীত বুমরাদের লড়াই ব্যর্থ হয়। দেশের মাটিতে রোহিত শর্মাদের সঙ্গী হয় হতাশা। ষষ্ঠবারের জন্য ওয়ান ডে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে মিশন হেক্সা সম্পূর্ণ করে অস্ট্রেলিয়া।
সেঞ্চুরির হাফসেঞ্চুরি
তিনি নিজে সচিন তেন্ডুলকরকে নিজেরে গুরু মানেন। বিশ্বকাপ চলাকালীন মাস্টার ব্লাস্টারের রেকর্ড ভেঙে দিলেন তাঁর ভাবশিষ্যই। বিরাট কোহলি। ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ ৪৯টি সেঞ্চুরি ছিল তেন্ডুলকরের। সেই কীর্তি ভেঙে ৫০টি সেঞ্চুরি করলেন কোহলি। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে কোহলির কীর্তি দেখলেন স্বয়ং সচিন। ওয়ান ডে ক্রিকেটে তৈরি হল নতুন মাইলফলক।
প্রয়াত বেদী
তাঁকে অনেকে সর্বকালের সেরা বাঁহাতি স্পিনার মনে করতেন। ২৩ অক্টোবর প্রয়াত হলেন সেই বিষাণ সিংহ বেদী। আন্তর্জাতিক ক্রিকেটে ২৭৩ উইকেটের মালিক। এরাপল্লি প্রসন্ন, ভগবত চন্দ্রশেখর ও বেঙ্কটরাঘবনের সঙ্গে তাঁর মিলিত বোলিং আক্রমণকে বলা হতো সোনালি স্পিন চতুর্ভুজ। ভারতীয় দলকে নেতৃত্বও দিয়েছেন। বেদীর প্রয়াণে শেষ হল স্পিন বোলিংয়ের ইতিহাসে উজ্জ্বল এক অধ্যায়।
অবসরের আঙিনায়
২০২৩ সালে ক্রিকেটকে বিদায় জানালেন এক ঝাঁক তারকা। দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা থেকে শুরু করে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, যিনি অস্ট্রেলিয়াকে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ উপহার দিয়েছিলেন, ভারতের অম্বাতি রায়ডু, যোগীন্দর শর্মা, মুরলী বিজয়ের মতো এক ঝাঁক ক্রিকেটার অবসর ঘোষণা করেছেন এই বছরই। জুতোজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড, মঈন আলিও। বাংলার মনোজ তিওয়ারি অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেও পরে মত বদল করেন। আরও এক মরশুম রঞ্জি ট্রফি খেলবেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার।
আইপিএলের আপডেট
বছরের শেষ মাসে, ১৯ ডিসেম্বর হবে আইপিএলের নিলাম। তার আগে হইচই ফেলে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরেছেন হার্দিক পাণ্ড্য। গুজরাত টাইটান্স তাঁকে ধরে রাখার পরেও ট্রেডিং উইন্ডোতে সেদিনই ছেড়ে দেয় মুম্বইয়ের হাতে। শুভমন গিলকে অধিনায়ক করেছে গুজরাত। গৌতম গম্ভীর ফিরেছেন কলকাতা নাইট রাইডার্সে। তবে মেন্টর হিসাবে। আন্দ্রে রাসেল, সুনীন নারাইনদের ধরে রেখেছে কেকেআর।
রিঙ্কু, নাম তো শুনা হি হোগা...
আইপিএলে সাড়া ফেলে দিয়েছিলেন রিঙ্কু সিংহ। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে যশ দয়ালের শেষ ওভারে ৫ বলে ৫ ছক্কা মেরে কেকেআরকে নাটকীয়ভাবে ম্যাচে জেতান। তারপরই জাতীয় দলে ডাক। ভারতের জার্সিতেও সফল রিঙ্কু। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও তাঁকে অটোমেটিক চয়েস বলছেন অনেকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।