IND vs SA, 2nd T20 Live: নায়ক ক্লাসেন, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৪ উইকেটে জয়ী দক্ষিণ আফ্রিকা
IND vs SA, 2nd T20, Barabati Stadium: প্রথম ম্যাচে হারতে হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে নামছে ভারতীয় দল (Indian Cricket Team)। সিরিজে ফিরবে কি সমতা?
LIVE
Background
কটক: প্রথম ম্যাচে হারতে হয়েছে। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে (T20) খেলতে নামছে ভারতীয় দল (Indian Cricket Team)। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এই মুহূর্তে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাভুমার দল। প্রথম ম্যাচে ৭ উইকেটে দুরন্ত জয় পেয়েছে তারা। আজ পন্থের দলের সামনে সুযোগ সিরিজে সমতা ফেরানোর। প্রথম ম্যাচটি হয়েছিল নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। আজ কটকের বরাবাটি স্টেডিয়ামে মুখোমুখি দুই দল। আগের ম্যাচে ভারতীয় বোলিং লাইন আপ সাফল্য পায়নি। এদিন তাই প্রথম একাদশে কিছু বদল আসতেই পারে।
ভারতের সবচেয়ে বড় সমস্যা হল তাঁদের বোলিং অ্যাটাক। আগের ম্যাচ ব্যাট হাতে ব্যাটাররা বিশাল বড় স্কোর বোর্ডে তুলে নিয়েছিল। ২১১ রান বোর্ডে তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া প্রথমে ব্য়াট করে। তাঁদের সবচেয়ে বড় সমস্যা ডেভিড মিলার। শেষ ম্যাচে যেভাবে ব্যাটিং করেছেন তিনি, তা চিন্তা বাড়াবেই টিম ইন্ডিয়াকে। আইপিএলে ঠিক যেই ফর্মে শেষ করেছিলেন, এই সিরিজে সেখান থেকেই শুরু করেন মিলার।
এখনও পর্যন্ত টি-টোয়েন্টিতে মোট ১৬ ম্য়াচ মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। তার মধ্যে ৯ বার জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। ৭ বার জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু ভারতের মাটিতে প্রোটিয়া শিবিরের রেকর্ড বেশ ভাল। এখানে মোট ৫ বার খেলতে নেমে ৪ বারই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এবার দেখার দেশের মাটিতে সেই রেকর্ড নিজেদের দখলে আনতে পারে কি না ভারতীয় দল।
IND vs SA, T20 Live: ৪ উইকেটে ম্যাচ জিতে নিল দক্ষিণ আফ্রিকা
ওয়েন পার্নেলকে ফেরালেন ভুবনেশ্বর। তা সত্ত্বেও ১০ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জিতে নিল দক্ষিণ আফ্রিকা।
IND vs SA, 2nd T20 Live: ১৫ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১১৫/৪
৩০ বলে ৩৫ রান করে যুজবেন্দ্র চাহালের বলে ফিরলেন তেম্বা বাভুমা। ১৫ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১১৫/৪।
IND vs SA, 2nd T20 Live: ১০ ওভারের শেষে প্রোটিয়াদের স্কোর ৫৭/৩
বিধ্বংসী স্পেল ভুবনেশ্বর কুমারের। রাসি ফান ডার ডাসেনকে বোল্ড করে দিলেন। ১০ ওভারের শেষে প্রোটিয়াদের স্কোর ৫৭/৩।
IND vs SA, 2nd T20 Live: ৩ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৩/২
ভুবনেশ্বর কুমারের জোড়া ধাক্কা। পরপর তুলে নিলেন রিজা হেনড্রিকস ও ডোয়েন প্রিটোরিয়াসকে। ৩ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৩/২।
IND vs SA, 2nd T20 Live: ৩০ রানে অপরাজিত রইলেন দীনেশ কার্তিক
২০ ওভারের শেষে ভারত তুলল ১৪৮/৬। ২১ বলে ৩০ রানে অপরাজিত রইলেন দীনেশ কার্তিক।