IND vs SA, 1st Innings Highlights: গুয়াহাটিতে ফের জ্বলে উঠল সূর্যকুমারের ব্যাট, প্রোটিয়াদের লক্ষ্য ২৩৮
IND vs SA, 2nd T20, Barsapara Stadium: ২২ বলে ৬১ রানের অনবদ্য ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। তৃতীয় উইকেটে বিরাট কোহলির সঙ্গে শতাধিক রানের পার্টনারশিপ গড়েন সূর্য।
গুয়াাহাটি: ভারত-দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টির (IND vs SA 2nd T20I) প্রথম ইনিংসে বোলারদের শাসন করলেন ভারতীয় ব্যাটাররা। কেএল রাহুল ও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ভারতের হয়ে দুরন্ত অর্ধশতরান করেন। তবে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি, দীনেশ কার্তিক সকলেই ব্যাট হাতে নিজের অবদান রাখেন। এর ফলেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইতিহাস গড়ল ভারতীয় দল।
ওপেনিং পার্টনারশিপ
এদিনে ম্যাচে প্রথমে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক তেম্বা বাভুমা। তবে তাঁর বোলাররা তাঁকে কাঙ্খিত সাফল্য এনে দিতে পারেনি। দুই ভারতীয় ওপেনার রোহিত ও কেএল রাহুল ৯৬ রানের বড় পার্টনারশিপে ভারতের হয়ে মজবুত ভিত গড়ে দেন। সেই ভিতেই ইমারত গড়েন সূর্যকুমার যাদব ও বিরাট কোহলি। রোহিত এদিন ৪৩ রান (৩৭ বল) করে আউট হলেও, রাহুল কিন্তু নিজের অর্ধশতরান পূরণ করেন। তিনি ৫৭ রানের (২৮ বল) ইনিংস খেলেন। রাহুলের আগ্রাসী ব্যাটিং অপরদিকে রোহিতকে সামলে খেলার সুযোগ করে দেন।
কোহলি-সূর্যর দাপট
এই দুইয়ের দাপটেই চাপে পড়ে যায় প্রোটিয়ারা। তবে নিজের পর পর দুই ওভারে দুই ওপেনারকেই সাজঘরে ফেরান প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ। কিন্তু এদিন সূর্যকুমার বিধ্বংসী মেজাজে ছিলেন। তিনি প্রমাণ করে দিলেন কেন তিনি আইসিসির ক্রমতালিকায় টি-টোয়েন্টিতে দুই নম্বর ব্যাটার। মাত্র ১৮ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন সূর্যকুমার যাদব। কাগিসো রাবাদা ১৫তম ওভারে তো ২২ রান তোলেন সূর্য। তার সুবাদেই হু হু করে স্কোরবোর্ডে ভারতের রান বাড়তে থাকে। সূর্য ঝড়ে বিরাট কোহলি অপরপক্ষে কিছুটা শান্তভাবেই নিজের ইনিংসটা গুছিয়ে নেন।
The SKY show is on in Guwahati! ⚡️ ⚡️
— BCCI (@BCCI) October 2, 2022
And here are some snippets of it 🔽 #TeamIndia
Don’t miss the LIVE coverage of the #INDvSA match on @StarSportsIndia | @surya_14kumar pic.twitter.com/vTSWeSJNkH
কোহলি শুরুটা দেখে শুনে করলেও, 'ডেথ ওভার'-এ তিনিও নিজের শট খেলা শুরু করেন। কোহলি ও সূর্য তৃতীয় উইকেটে শতাধিক রানের পার্টনারশিপও গড়েন। তবে দুর্ভাগ্যবশক ভুল বোঝাবুঝির জেরে মাত্র ২২ বলে ৬১ রান করেই রান আউট হতে হয় সূর্যকুমারকে। কোহলি অবশ্য ৪৯ রানেই অপরাজিত থেকে যান। ভারত তিন উইকেটের বিনিময়ে নির্ধারিত ২০ ওভারে ২৩৭ রান তোলে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এটিই টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ স্কোর।
আরও পড়ুন: নেতৃত্বে শিখর, প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন বাংলার মুকেশ কুমার