IND Vs SA Live: বোলারদের দৌরাত্ম্য, কেপ টাউনে প্রথম দিনে পড়ল ২৩ উইকেট, ৩৬ রানের লিড ভারতের
India Vs South Africa 2nd Test Live Updates: পেস বোলিং বিভাগেও শার্দুল ঠাকুর ও প্রসিদ্ধ কৃষ্ণ আগের ম্যাচে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। বল হাতেই একেবারই আশানুরুপ পারফর্ম করতে পারেননি তাঁরা।

Background
প্রথম টেস্টে ইনিংসে হারের লজ্জা এখনও টাটকা। আজ থেকে শুরু হতে চলেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট। কেপটাউনের নিউল্যান্ডসে মাঠে নামতে চলেছে ২ দল। ১৯৯২ সাল থেকে তিনবার এই মাঠে খেলতে নেমেছে ভারতীয় দল। কিন্তু তিনবারই খালি হাতে ফিরতে হয়েছে তাঁদের। এবারেও পাহাড়প্রমাণ চাপ মাথায় নিয়েই আজ থেকে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এবারও সিরিজ বাঁচানোর লড়াই। তার মধ্যে টিম কম্বিনেশন কেমন হবে দ্বিতীয় টেস্টে ভারতের, তা নিয়ে মাথা ঘামাতে হচ্ছে রাহুল দ্রাবিড় অ্যান্ড কোংকে।
রবীন্দ্র জাডেজা ফিট হয়ে উঠেছেন। ফলত খুব স্বাভাবিকভাবেই হয়ত রবিচন্দ্রন অশ্বিনকে রিজার্ভ বেঞ্চে বসতে হবে। একই সঙ্গে পেস বোলিং বিভাগেও শার্দুল ঠাকুর ও প্রসিদ্ধ কৃষ্ণ আগের ম্যাচে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। বল হাতেই একেবারই আশানুরুপ পারফর্ম করতে পারেননি তাঁরা। এই পরিস্থিতিতে যে কোনও একজনকে বসতে হতে পারে। শার্দুল আগের ম্যাচে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ যোগদান দিয়েছিলেন প্রথম ইনিংসে। তাই প্রসিদ্ধকেই হয়ত রিজার্ভে বসতে হতে পারে। আর দলে ঢুকতে পারেন মুকেশ কুমার অথবা আবেশ খানের মধ্যে একজন। তবে শার্দুলের চোটও রয়েছে। এই পরিস্থিতিতে মুকেশ ও আবেশ দুজনকেই খেলানো হতে পারে। সেক্ষেত্রে মাত্র ৭ ব্যাটার নিয়ে মাঠে নামবে রোহিত ব্রিগেড। শুভমন গিলকে নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তাঁর টেস্টে পারফরম্যান্স একেবারেই আশানুরুপ নয় গত কয়েকটি সিরিজে। তাই তাঁকে বসিয়ে দেওয়ার দাবিও তোলা হচ্ছে। তবে কেপটাউন টেস্টে হয়ত আরও একটি সুযোগ পাবেন ডানহাতি তরুণ।
দক্ষিণ আফ্রিকা অন্যদিকে কোয়েৎজেকে পাবে না দ্বিতীয় টেস্টে। তবে তাঁর বদলে দলে ঢুকে পড়বেন লুঙ্গি এনগিডি। বলাই বাহুল্য এতে আরও শক্তিশালী হতে চলেছে প্রোটিয়া পেস বোলিং বিভাগ। অন্যদিকে তেম্বা বাভুমাকে পাওয়া যাবে না এই ম্যাচেও। কেরিয়ারের শেষ টেস্টে তাই নিজেই অধিনায়কত্ব করবেন ডিন এলগার। আগের ম্যাচের নায়ক তিনি। এই ম্যাচটিও স্মরণীয় করে রাখতে মরিয়া থাকবেন এই প্রোটিয়া তারকা।
IND Vs SA 2nd Test: প্রথম দিনের খেলা শেষ
দিনের খেলা শেষ। প্রথম দিন শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার স্কোর তিন উইকেটের বিনিময়ে ৬২ রান। প্রোটিয়ারা ৩৬ রানে পিছিয়ে রয়েছে। একদিনে যুগ্মভাবে সর্বকালের পঞ্চম সর্বোচ্চ ২৩ উইকেট পড়ল।
IND Vs SA 2nd Test Live: তৃতীয় সাফল্য
অর্ধশতরানের গণ্ডি পার করার আগেই তৃতীয় উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। সাফল্য় পেলেন বুমরা। ১৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪৯/৩।






















