IND vs SA: নিয়মরক্ষার ম্যাচে একাদশে ঢুকলেন শ্রেয়স, উমেশ, সিরাজ
India vs South Africa 3rd T20: আগেই ঠিক ছিল যে বিরাট কোহলি ও কে এল রাহুলকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেই মতই তাঁদের এদিন বিশ্রাম দেওয়া হল। বদলে রোহিত শর্মার সঙ্গে ওপেনে নামবেন ঋষভ পন্থ।
ইনদওর: সিরিজ জয় সম্পন্ন। প্রথম দুই ম্যাচই জিতে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। মঙ্গলবার ইনদওরে ভারত-দক্ষিণ আফ্রিকা (Ind vs SA 3rd T20) তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুধুমাত্র নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে শেষ আন্তর্জাতিক ম্যাচে দলের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। আর সেই ম্যাচেই রিজার্ভ বেঞ্চ পরখ করে নিতে চলেছে ভারতী দল। দলে এলেন শ্রেয়স আইয়ার, উমেশ যাদব ও শ্রেয়স আইয়ার।
View this post on Instagram
আগেই ঠিক ছিল যে বিরাট কোহলি ও কে এল রাহুলকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেই মতই তাঁদের এদিন বিশ্রাম দেওয়া হল। বদলে রোহিত শর্মার সঙ্গে ওপেনে নামবেন ঋষভ পন্থ। তিনে শ্রেয়স আইয়ার। বোলিং ডিপার্টমেন্টে উমেশ ও সিরাজের সঙ্গে দীপক চাহার আছেন। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ৬ অক্টোবর রওনা হচ্ছে ভারতীয় দল। তার আগে কোহলি ও রাহুলকে তরতাজা রাখার জন্যই শেষ টি-টোয়েন্টি থেকে বিশ্রাম দেওয়া হচ্ছে।
দক্ষিণ আফ্রিকা শিবির সবচেয়ে বেশি অস্বস্তিতে থাকবে অধিনায়ক তেম্বা বাভুমার ফর্ম নিয়ে। সিরিজের প্রথম ম্যাচে ৪ বলে শূন্য করেছিলেন। দ্বিতীয় ম্যাচে ৭ বলে শূন্য করেছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রোটিয়া শিবির যা নিয়ে উদ্বেগে থাকবে। প্রসঙ্গত, জল্পনা মতোই চোটের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন ভারতের তারকা বোলার জসপ্রীত বুমরা। গতকালই বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে বুমরার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার খবর জানানো হয়। তবে তাঁর পরিবর্ত হিসাবে কারুর নাম এখনও জানানো হয়নি।