IND vs SA 3rd T20 LIVE Score: ব্যাটিং বিপর্যয় ভারতের, ৪৯ রানে তৃতীয় টি ২০ জিতল দক্ষিণ আফ্রিকা
India vs South Africa 3rd T20 LIVE Score: টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ৬ অক্টোবর রওনা হচ্ছে ভারতীয় দল। তার আগে কোহলি ও রাহুলকে তরতাজা রাখার জন্যই শেষ টি-টোয়েন্টি থেকে বিশ্রাম দেওয়া হচ্ছে।

Background
ইনদওর: সিরিজ জয় সম্পন্ন। প্রথম দুই ম্যাচই জিতে নিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। মঙ্গলবার ইনদওরে ভারত-দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুধুমাত্র নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। আর সেই ম্যাচে বিরাট কোহলি ও কে এল রাহুলকে বিশ্রাম দিচ্ছে ভারতীয় দল।
সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ৬ অক্টোবর রওনা হচ্ছে ভারতীয় দল। তার আগে কোহলি ও রাহুলকে তরতাজা রাখার জন্যই শেষ টি-টোয়েন্টি থেকে বিশ্রাম দেওয়া হচ্ছে। যার অর্থ, ঋষভ পন্থ বা শ্রেয়স আইয়ার খেলার সুযোগ পেতে পারেন। পাশাপাশি জাতীয় দলের হয়ে অভিষেক হতে পারে বাংলার অলরাউন্ডার শাহবাজ আমেদেরও (Shahbaz Ahmed)।
দক্ষিণ আফ্রিকা শিবির সবচেয়ে বেশি অস্বস্তিতে থাকবে অধিনায়ক তেম্বা বাভুমার ফর্ম নিয়ে। সিরিজের প্রথম ম্যাচে ৪ বলে শূন্য করেছিলেন। দ্বিতীয় ম্যাচে ৭ বলে শূন্য করেছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রোটিয়া শিবির যা নিয়ে উদ্বেগে থাকবে।
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন যশপ্রীত বুমরা। পিঠের চোটের কারণে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি বুমরা (Jasprit Bumrah)। বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয় যে, বুমরা সিরিজের বাকি দুই ম্যাচেও খেলতে পারবেন না। বুমরার চোট নিয়ে জল্পনা ছিলই। বিসিসিআইয়ের ঘোষণার পর থেকেই সেই জল্পনা আরও বৃদ্ধি পায়। বিশ্বকাপ তাঁর খেলা নিয়ে প্রবল সংশয় তৈরি হয়।
IND vs SA 3rd T20: ১৭৮ রানে শেষ ভারতের ইনিংস
১৮.৩ ওভারে ১৭৮ রানে গুটিয়ে গেল ভারতের ইনিংস। তৃতীয় টি ২০ তে ৪৯ রানে ম্যাচ জিতল দক্ষিণ আফ্রিকা।
IND vs SA 3rd T20 : আউট দীপক চাহার
৩১ রানে সাজঘরে ফিরলেন দীপক চাহার। ১৭ ওভারে ৯ উইকেটে ভারতের স্কোর ১৭০ রান।






















