IND vs SA, 5th T20 Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ অমীমাংসিত
IND vs SA, 5th T20, M. Chinnaswamy Stadium: জমে উঠেছে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ (India vs SA)। প্রথম ২ ম্য়াচ হারলেও পরের ২ ম্য়াচে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে টিম ইন্ডিয়া (Team India)।

Background
বেঙ্গালুরু: জমে উঠেছে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ (India vs SA)। প্রথম ২ ম্য়াচ হারলেও পরের ২ ম্য়াচে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টি-টোয়েন্টি (T20) সিরিজের নির্ণায়ক ম্যাচে আজ মুখোমুখি হতে চলেছে ২ দল। কে জিতবে, কে কাকে টেক্কা দেবে, সেই প্রশ্ন পরে। তার আগেই ম্যাচের তাল কাটতে পারে বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে খবর, ম্যাচের দিনও প্রায় ৭০% বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
রঞ্জির সেমিফাইনালে মুম্বই বনাম উত্তরপ্রদেশ ম্যাচ আয়োজিত হয়েছিল বেঙ্গালুরুর জাস্ট ক্রিকেট অ্যাকাডেমিতে। সেই ম্যাচও বৃষ্টির জন্য বিঘ্নিত হয়েছে। শুক্রবার প্রায় বেশিরভাগ সময়ই বৃষ্টি হয়েছে। শনিবারও ভীষণ হাওয়ার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। এমনিতে বেঙ্গালুরুর পিচ ব্যাটিং সহায়ক। এছাড়া বাউন্ডারিও ছোট। বড় রানের পূর্বাভাস দিয়েছেন কিউরেটর। করোনা পরবর্তী সময়ে এখনও পর্যন্ত সাদা বলের ক্রিকেটে কোনও আন্তর্জাতিক ম্য়াচ আয়োজন করেনি চিন্নাস্বামী স্টেডিয়াম।
সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন করেছে টিম ইন্ডিয়া
উল্লেখ্য, মরণ-বাঁচন ম্যাচে জ্বলে উঠেছিল ভারত। দক্ষিণ আফ্রিকাকে ৮২ রানে হারিয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া। ভারতের ১৬৯/৬ তাড়া করতে নেমে ১৬.৫ ওভারে মাত্র ৮৭ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-২ করে দিয়েছে ভারত। সিরিজের ভাগ্য নির্ধারিত হবে শেষ ম্যাচে।
IND vs SA, T20 Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ
প্রবল বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজে ভারত-দক্ষিণ আফ্রিকাকে যুগ্মজয়ী ঘোষণা করা হল।
IND vs SA, T20 Live: এখনও চলছে বৃষ্টি
এখনও চলছে বৃষ্টি। খেলা শুরু করা নিয়ে আশঙ্কা।






















