Team India ODI Squad: প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় স্কোয়াডে জয়ন্ত যাদব, নভদীপ সাইনি
Team India ODI Squad: টেস্ট সিরিজে খেলার সময় চোট পেয়েছেন মহম্মদ সিরাজ। তিনি আদৌ ওয়ান ডে সিরিজের আগে কতটা সুস্থ হয়ে উঠতে পারবেন তা নিয়ে চিন্তা রয়েছে। তাই নভদীপ সাইনিকে দলে জায়গা দেওয়া হয়েছে।
মুম্বই: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় স্কোয়াডে ঢুকে পড়লেন জয়ন্ত যাদব ও নভদীপ সাইনি। করোনা আক্রান্ত হয়ে আসন্ন সিরিজ থেকে ছিটকে ছিটকে গিয়েছেন অফস্পিনার। তাঁর বদলেই এই ২ ক্রিকেটারকে দলের সঙ্গে অন্তর্ভুক্ত করা হল। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু ওয়ান ডে সিরিজ।
টেস্ট সিরিজে খেলার সময় চোট পেয়েছেন মহম্মদ সিরাজ। তিনি আদৌ ওয়ান ডে সিরিজের আগে কতটা সুস্থ হয়ে উঠতে পারবেন তা নিয়ে চিন্তা রয়েছে। তাই নির্বাচক কমিটি অতিরিক্ত পেস বোলার হিসেবে সাইনিকেও স্কোয়াডে জায়গা দিয়েছে। উল্লেখ্য এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে মাত্র ১টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন জয়ন্ত। ২০১৬ সালে সেই ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১ উইকেট নিয়েছিলেন তিনি। অন্যদিকে ২০১৯ সালে অভিষেকের পর থেকে জাতীয় দলের জার্সিতে ৮ ম্যাচে ৬ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন সাইনি।
এদিকে করোনা আক্রান্ত হওয়ার আগে চোটের জন্য ১০ মাস মাঠের বাইরে ছিলেন ওয়াসিংটন সুন্দর। সম্প্রতি বিজয় হাজারের ট্রফি খেলে ফিরেছেন তিনি। তামিলনাড়ুর হয়ে জাতীয় দলের নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। তারপরেই দক্ষিণ আফ্রিকা সফরে ডাক পেয়েছিলেন ওয়াশিংটন।
আগামী ১৯ জানুয়ারি ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ান ডে ম্যাচ। খেলা হবে পার্লের বোল্যান্ড পার্কে। দু'দিন পর এই মাঠেই দ্বিতীয় ওয়ান ডে। ২৩ জানুয়ারি সিরিজের তৃতীয় ও শেষ ওয়ান ডে হবে কেপটাউনের নিউল্যান্ডসে। যে মাঠে তৃচীয় টেস্ট ম্যাচ খেলছেন বিরাট কোহলিরা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই। তিন ম্যাচের সিরিজে অধিনায়কত্ব করবেন কে এল রাহুল। সহ অধিনায়কের দায়িত্বে বুমরা। এক নজরে ভারতীয় স্কোয়াড --
কে এল রাহুল (অধিনায়ক), বিরাট কোহলি, শিখর ধবন, রুতুরাজ গায়কোয়াড, বেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, জয়ন্ত যাদব, জশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, ঋষভ পন্থ, প্রসিদ্ধ কৃষ্ণ, শার্দুল ঠাকুর, নভদীপ সাইনি, দীপক চাহার