(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs SA: সৌরভ ও বিসিসিআইকে ধন্যবাদ জানালেন গ্রেম স্মিথ, কিন্তু কেন?
IND vs SA: সদ্য শেষ হয়ে যাওয়া ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের পর এবার সৌরভ গঙ্গোপাধ্যায় (sourav ganguly) ও বিসিসিআইকে ধন্যবাদ জানালেন গ্রেম স্মিথ (gream smith)।
কেপটাউন: কেরিয়ারের দীর্ঘ সময় একসঙ্গে ক্রিকেট খেলেছেন। এবার ২ জনেই দেশের ক্রীড়া প্রশাসক হিসেবে যুক্ত। সদ্য শেষ হয়ে যাওয়া ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের পর এবার সৌরভ গঙ্গোপাধ্যায় (sourav ganguly) ও বিসিসিআইকে ধন্যবাদ জানালেন গ্রেম স্মিথ (gream smith)। ধন্যবাদ জানিয়েছেন বিসিসিআই (bcci) সচিব জয় শাহকেও। প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক স্মিথ বর্তমানে ক্রিকেট সাউথ আফ্রিকার প্রধান। তিনি গতকাল শেষ ওয়ান ডে ম্যাচের পর ট্যুইটারে এই করোনা আবহে যেভাবে ভারতীয় দল বিশ্বাস রেখে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল তার প্রশংসা করে বলেন, ''সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহ ও বিসিসিআইকে অনেক অনেক ধন্যবাদ দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ওপর আস্থা রাখার জন্য। আমরা সফলভাবে এই সফর আয়োজন করতে পারব এই বিশ্বাস রাখার জন্য। আশা করি বিসিসিআইকে দেকে অন্যান্য ক্রিকেট বোর্ডও শিখবে। এই পথ অনুসরণ করবে। আপনাদের কমিটমেন্ট একটা আদর্শ হয়ে থাকল।''
এদিকে, শিখর ধবন, বিরাট কোহলি ও দীপক চাহারের ব্যাট হাতে লড়াই ব্যর্থ। রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিকার (Ind vs SA) কাছে রানে হেরে গেল ভারত। সেই সঙ্গে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হতে হল টিম ইন্ডিয়াকে।
কুইন্টন ডি ককের ১২৪ রানের সৌজন্যে প্রথমে ব্য়াট করে দক্ষিণ আফ্রিকা ২৮৭ রান বোর্ডে তুলে নেয়। সেই রান তাড়া করতে নেমে ভারত শুরুতেই অধিনায়ক কে এল রাহুলের উইকেট হারায়। ব্যাটিং অর্ডারে প্রোমোশন পেয়েছিলেন ঋষভ পন্থ। তিনি কোনও রান না করেই ফেরেন। তারপর ভারতকে টানেন শিখর ধবন ও বিরাট কোহলি। দুজনই হাফসেঞ্চুরি করেন। শেষ দিকে চালিয়ে খেলে ৩৪ বলে ৫৪ রানের ইনিংস খেলেন দীপক চাহার। কিন্তু তিনি আউট হতেই ভারতের লড়াই থমকে যায়। শেষ ওভারে জয়ের জন্য ভারতের বাকি ছিল ৬ রান। হাতে ছিল এক উইকেট। পারেননি যুজবেন্দ্র চাহাল, প্রসিদ্ধ কৃষ্ণরা। ভারত অল আউট হয়ে যায় ২৮৩ রানে।