IND vs SA Womens: নাটকীয় ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত
Ind vs SA: চূড়ান্ত নাটকীয় শেষ ওভারে তিন উইকেটে ম্যাচ জিতে যায় দক্ষিণ আফ্রিকা (Ind vs SA)। তার ফলে বিশ্বকাপ থেকে ছিটকে যায় ভারত। কারণ সেমিফাইনালে উঠতে গেলে ম্যাচ জিততেই হতো ঝুলনদের।
ক্রাইস্টচার্চ: রুদ্ধশ্বাস ম্যাচে হেরে স্বপ্নভঙ্গ হল ভারতের মহিলা ক্রিকেট দলের (Indian Womens Cricket Team)। ওয়ান ডে বিশ্বকাপে শেষ বলে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে সেমিফাইনালে যাওয়ার আশা শেষ হয়ে গেল মিতালি রাজ (Mithali Raj), ঝুলন গোস্বামীদের (Jhulan Goswami)।
হতাশ ঝুলন
চূড়ান্ত নাটকীয় শেষ ওভারে তিন উইকেটে ম্যাচ জিতে যায় দক্ষিণ আফ্রিকা (Ind vs SA)। তার ফলে বিশ্বকাপ থেকে ছিটকে যায় ভারত। কারণ সেমিফাইনালে উঠতে গেলে এই ম্যাচ জিততেই হতো ঝুলনদের। সেটা না হওয়ার পরেই হতাশায় ভেঙে পড়েন 'চাকদহ এক্সপ্রেস'। হয়ত চোখের কোণে জলও এসেছে ঝুলনের। ঝুলনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে চোখের জল মুছতে দেখা গিয়েছে কিংবদন্তি বোলারকে। তাঁর হয়তো শেষ বিশ্বকাপ খেলা হয়ে গেল।
নাটকীয় শেষ ওভার
যে বলটা ভারতকে সেমিফাইনালে তুলে দিতে পারত, সেই বলেই স্বপ্নভঙ্গ হল ভারতের। দীপ্তি শর্মার একটি নো বলের জন্য বদলে গেল সব অঙ্কের হিসেব। আর তাতেই বিশ্বকাপের গ্রুপ লিগ থেকে ছিটকে গেল ভারত।
শেষ ওভারে ৬ বলে ৭ রান প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার। দীপ্তি বেশ অঙ্ক কষেই এগোচ্ছিলেন। প্রথম বলে ১ রান দিয়েছিলেন দীপ্তি। দ্বিতীয় বলে রান আউট হন তৃষা চেট্টি। তৃতীয় এবং চতুর্থ বলে আবার ১ রান করে মোট ২ রান দেন। পঞ্চম বলে ক্যাচ তোলেন মিগনান ডু'প্রীজ। ক্যাচ ধরে ফেলেছিলেন হরমনপ্রীত কউর। আনন্দ, উচ্ছ্বাসে তখন আত্মহারা ভারতীয় শিবির। সকলে ধরেই নিয়েছিলেন, ভারতকে আর আটকানো যাবে না।
কিন্তু পরে দেখা যায়, দীপ্তি শর্মা নো বল করেছেন। পা বেরিয়ে গিয়েছে তাঁর। যদিও তা নিয়ে বিতর্কও রয়েছে। আর এই নো বলেই স্বপ্নভঙ্গ হল ভারতের। সেই বলে আউটের বদলে ১ রান পেয়ে গেল দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেন প্রোটিয়ারা।
কেকেআরের ম্যাচ দেখতে হাজির শাহরুখ-পুত্র আরিয়ান, উচ্ছ্বসিত অনুরাগীরা