IND vs SA ODI: ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে প্রােটিয়া স্কোয়াডে মার্কো জেনসেন, দলে ডি কক
IND vs SA ODI: স্বাভাবিকভাবেই দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন তেম্বা বাভুমা। তবে উল্লেখযোগ্য বিষয় হল টেস্ট সিরিজে অভিষেক করা মার্কো জেনসেন এবার ওয়ান ডে সিরিজের জন্যও জাতীয় দলে ডাক পেয়েছেন।
জোহানেসবার্গ: আজ থেকে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। ৩ টেস্টের সিরিজের পর তিন ম্যাচের ওয়ান ডে সিরিজও রয়েছে। সেই সিরিজের জন্য প্রোটিয়া স্কোয়াড ঘোষণা করা হল। স্বাভাবিকভাবেই দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন তেম্বা বাভুমা। তবে উল্লেখযোগ্য বিষয় হল টেস্ট সিরিজে অভিষেক করা মার্কো জেনসেন এবার ওয়ান ডে সিরিজের জন্যও জাতীয় দলে ডাক পেয়েছেন। এমনকী টেস্ট ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া কুইন্টন ডি কককেও রাখা হয়েছে জাতীয় দলের স্কোয়াডে।
Seamer Marco Jansen receives his maiden #Proteas ODI squad call-up as Temba Bavuma returns to captain the side for the #BetwayODISeries against India 🇿🇦
Wayne Parnell, Sisanda Magala and Zubayr Hamza retain their spots 💚#SAvIND #BePartOfIt pic.twitter.com/Nkmd9FBAb3
">
তবে টেস্ট সিরিজের আগে চোট পাওয়া আনরিচ নর্টজে এবার ওয়ান ডে সিরিজের দলেও জায়গা পেলেন না। তার চোট এখনও পুরোপুরি সারেনি। তবে প্রোটিয়া স্কোয়াডে ঢুকে পড়লেন ওয়েন পার্নেল, সিসান্দা মাগালা ও যুবের হামজা। এছাড়াও তেম্বা বাভুমার ডেপুটি বাছা হয়েছে স্পিনার কেশব মহারাজকে।
আর কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট। জোহানেসবার্গের ওয়ান্ডার্সে মুখোমুখি হতে চলেছে ২ দল। সেঞ্চুরিয়নে ১১৩ রানের বড় ব্যবধানে জয় পয়েছে টিম ইন্ডিয়া। জোহানেসবার্গে জয় পেলেই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাবে টিম ইন্ডিয়া। এমনকী সিরিজও জিতে নেবে তারা। কিন্তু ওয়ান্ডার্সে বিরাট শিবিরের কাছে প্রধান বাধা হতে পারে বৃষ্টি। কারণ দ্বিতীয় টেস্টের প্রথম দিনের আবহাওয়া রিপোর্ট তেমনই জানান দিচ্ছে। ম্যাচে তাল কাটতে পারে বৃষ্টি।
আরও পড়ুন: ক্রিকেটারদের বলা উচিত কেন বাদ পড়ল, জাতীয় নির্বাচকদের বার্তা ক্ষুব্ধ মনোজের