Ind vs SA ODI: ব্যর্থ ধবন-কোহলি-চাহারের লড়াই, দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ ভারত
Ind vs SA: ধবন, কোহলি ও চাহারের ব্যাট হাতে লড়াই ব্যর্থ। রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে রানে হেরে গেল ভারত। সেই সঙ্গে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হতে হল টিম ইন্ডিয়াকে।
কেপ টাউন: শিখর ধবন, বিরাট কোহলি ও দীপক চাহারের ব্যাট হাতে লড়াই ব্যর্থ। রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিকার (Ind vs SA) কাছে রানে হেরে গেল ভারত। সেই সঙ্গে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হতে হল টিম ইন্ডিয়াকে।
দক্ষিণ আফ্রিকার ২৮৭ রান তাড়া করতে নেমে ভারত শুরুতেই অধিনায়ক কে এল রাহুলের উইকেট হারায়। ব্যাটিং অর্ডারে প্রোমোশন পেয়েছিলেন ঋষভ পন্থ। তিনি কোনও রান না করেই ফেরেন। তারপর ভারতকে টানেন শিখর ধবন ও বিরাট কোহলি। দুজনই হাফসেঞ্চুরি করেন। শেষ দিকে চালিয়ে খেলে ৩৪ বলে ৫৪ রানের ইনিংস খেলেন দীপক চাহার। কিন্তু তিনি আউট হতেই ভারতের লড়াই থমকে যায়। শেষ ওভারে জয়ের জন্য ভারতের বাকি ছিল ৬ রান। হাতে ছিল এক উইকেট। পারেননি যুজবেন্দ্র চাহাল, প্রসিদ্ধ কৃষ্ণরা। ভারত অল আউট হয়ে যায় ২৮৩ রানে।
ভারত সিরিজ আগেই হেরে গিয়েছে। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচ ছিল কার্যত সম্মান রক্ষার লড়াই (Ind vs SA)। যে লড়াইয়ে ভারতকে চাপে রেখেছিল কুইন্টন ডি'ককের (Quinton de Kock) সেঞ্চুরি। ইনিংস ওপেন করতে নেমে ১৩০ বলে ১২৪ রান করেন তিনি। ভারতের বিরুদ্ধে কেপ টাউনে প্রথম ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ২৮৭ রানে অল আউট হয়ে যায়। ভারতের সামনে জয়ের লক্ষ্য ছিল ২৮৮। চার বল বাকি থাকতে চার রান কম করে অল আউট হয়ে যায় ভারত।
এদিন দক্ষিণ আফ্রিকা ইনিংসের শুরুতেই আগের ম্যাচের নায়ক জানেমন মালানকে ফিরিয়ে দেন দীপক চাহার। রান পাননি তেম্বা বাভুমা ও এইডেন মারক্রামও। তবে ক্রিজে টিকে ছিলেন ডি'কক। তাঁকে সঙ্গত করেন রাসি ফ্যান ডার ডাসেন। ৫২ রান করে ফেরেন রাসি। তবে ডি'কক সাবলীলভাবে ব্যাটিং করছিলেন। ভারতের বিরুদ্ধে অনবদ্য রেকর্ড তাঁর। রবিবারও ফের একবার ব্যাট হাতে জ্বলে উঠলেন। শেষ পর্যন্ত ১২৪ রান করে ফেরেন যশপ্রীত বুমরার বলে।
নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই, ৪৯.৫ ওভারে ২৮৭ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ভারতীয় বোলারদের মধ্যে প্রসিদ্ধ কৃষ্ণ ৩ উইকেট নেন। দুটি করে উইকেট বুমরা ও দীপক চাহারের। এক উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল।
জবাবে ব্যাট করতে নেমে হাফসেঞ্চুরি করলেন ধবন, কোহলি ও চাহার। সূর্যকুমার যাদব সিরিজে প্রথম ম্যাচ খেলতে নেমে ৩২ বলে ৩৯ রান করেন। লাভ হয়নি।