IND vs SA T20 WC: সূর্যের পাল্টা মিলার, মারক্রাম, টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হার ভারতের
T20 World Cup 2022: ১৩৪ রানের লক্ষ্যমাত্রা। তা তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা প্রোটিয়া শিবিরে। নিজের প্রথম ওভারেই ২ উইকেট তুলে নেন অর্শদীপ সিংহ। কুইন্টন ডি কক ১ রানে ফিরে যান।
পারথ: টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হার ভারতের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে গেল রোহিত বাহিনী। পারথে নিজেদের তৃতীয় ম্যাচে হার রোহিতদের। সূর্যকুমার যাদবের লড়াকু অর্ধশতরানে সম্মানজনক স্কোর বোর্ডে তুলে নিয়েছিল ভারত। কিন্তু পাল্টা প্রত্যুত্তরে জোড়া অর্ধশতরান এল দক্ষিণ আফ্রিকা শিবিরে। ৫২ রানের ইনিংস খেললেন এইডেন মারক্রাম। অপরাজিত ৫৯ রানের ইনিংস খেললেন ডেভিড মিলার।
শুরুতে ঘাতক অর্শদীপ
১৩৪ রানের লক্ষ্যমাত্রা। তা তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা প্রোটিয়া শিবিরে। নিজের প্রথম ওভারেই ২ উইকেট তুলে নেন অর্শদীপ সিংহ। কুইন্টন ডি কক ১ রানে ফিরে যান। খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন রাইলি রুসো। তেম্বা বাভুমা ১০ রান করেন। পাওয়ার প্লে-র আগেই বোর্ডে ২৪ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। কিন্তু সেখান থেকেই এইডেন মারক্রাম ও ডেভিড মিলার মিলে ধীরে ধীরে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন। নিজের ইনিংসে মারক্রাম ৬টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান। তিনি ফিরে গেলেও অপরাজিত থেক ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন মিলার। ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান মিলার। ম্যাচে মারক্রামের একটি সহজ ক্যাচ মিস করেন বিরাট কোহলি। যা খেলার টার্নিং পয়েন্টও বলা যায়। মিলারের রান আউট মিস করেন রোহিত শর্মা।
এর আগে এদিন, টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আগের ম্য়াচে অর্ধশতরান হাঁকিয়েছিলেন হিটম্যান। এদিন খাতাও খুলেছিলেন ছক্কা হাঁকিয়ে। কিন্তু এনগিডির বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান মাত্র ১৫ রান করে। অফফর্ম অব্য়াহত কে এল রাহুলের। একই ওভারে ৯ রান করে ফিরলেন রাহুলও। পরপর ২ টো বাউন্ডারি হাঁকালেও ১২ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয় বিরাট কোহলিকে। এনগিডির শিকার হন তিনিও। একাদশে সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন দীপক হুডা। খাতা খোলার আগেই আনরিচ নোখিয়ার বলে ক্যাচ আউট হলেন। হার্দিক পাণ্ড্য ২ রান করে ফেরেন। ৮.৩ ওভারে ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল টিম ইন্ডিয়া।