IND vs SA: সেঞ্চুরিয়ন টেস্ট জয়ের পরও এই শাস্তির কোপে পড়তে হল বিরাটদের
IND vs SA: প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার (south africa) বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ১১৩ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বিরাট বাহিনী।
সেঞ্চুরিয়ন: ম্যাচ জিতে, ইতিহাস গড়েও স্বস্তি নেই। দক্ষিণ আফ্রিকার (south africa) বিরুদ্ধে সেঞ্চুরিয়ন (centurion) টেস্টে জয় হাসিল করা ভারতীয় দলকে শাস্তির মুখে পড়তে হল। স্লো ওভার রেটের জন্য ফাইন করা হল বিরাটদের। তাদের ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেওয়া হল। শুধু তাইই নয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও এক পয়েন্ট ভারতীয় দলের কেটে নেওয়া হল। ম্যাচ রেফারি অ্যান্ড্রু পাইক্রফট ছিলেন সেঞ্চুরিয়ন টেস্টের দায়িত্বে। তিনিই এই সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার (south africa) বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ১১৩ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বিরাট বাহিনী। এই জয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সামান্য উন্নতি করেছে টিম ইন্ডিয়া। তবে পয়েন্টের শতাংশ একটু বাড়লেও তালিকায় ৪ নম্বরেই রয়েছে তারা।
সদ্য আইসিসির তরফে যে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে সবচেয়ে বেশি পয়েন্ট রয়েছে ভারতের। এখনও পর্যন্ত নতুন পয়েন্ট সিস্টেমে ৫৪ পয়েন্ট পেয়েছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি অ্যাশেজ সিরিজ যারা পকেটে পুরে নিয়েছে। তাদের ঝুলিতে রয়েছে ৩৬ পয়েন্ট। এরপর শ্রীলঙ্কা ২৪, পাকিস্তান ৩৬ এবং ওয়েস্ট ইন্ডিজ ১২ পয়েন্ট পেয়েছে। কিন্তু শতাংশের নিরিখে শীর্ষে অস্ট্রেলিয়া। তাদের জয়ের শতাংশ ১০০। এখনও পর্যন্ত একটি সিরিজ খেলেছে অজিরা। তাতেই জয় হাসিল করে নিয়েছে তারা।
পাকিস্তান ও ভারত ২টো সিরিজ খেলেছে। বাবর আজমের দল ২টো সিরিজই জিতেছে। ভারতের ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজের একটি ম্যাচ স্থগিত রয়েছে। তবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় হাসিল করে নিয়েছেন বিরাটরা। শ্রীলঙ্কারও জয়ের শতাংশ ১০০। পাকিস্তানের জয়ের শতাংশ ৭৫.০০। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের জয়ের শতাংশ যথাক্রমে ৬৪.২৮ ও ২৫.০০।