IND Vs SA: দক্ষিণ আফ্রিকায় ২২ গজে নামার আগেই মুখোমুখি মহারণে বিরাট-দ্রাবিড়
IND Vs SA: ২ ভাগে ভাগ হয়ে ফুটভলি খেলায় মেতে উঠলেন ক্রিকেটাররা। এক দলে ছিলেন টেস্টে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি তো অন্য দলে ছিলেন কোচ রাহুল দ্রাবিড় (rahul dravid)। বিসিসিআই ভিডিও পোস্ট করেছে।
সেঞ্চুরিয়ন: দক্ষিণ আফ্রিকার মাটিতে গিয়ে প্রস্তুতিতে নেমে পড়লেন বিরাট কোহলি (virat kohli) ও তাঁর দলের সদস্যরা। প্রথম দিনের প্রস্তুতিতে তবে নেটে ব্যাট-বল হাতে নয়। ফুটভলিতে মেতে উঠলেন তারা। খেলায় অংশ নিলেন দলের প্রত্যেক সদস্য। ২ ভাগে ভাগ হয়ে ফুটভলি খেলায় মেতে উঠলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। এক দলে ছিলেন টেস্টে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি তো অন্য দলে ছিলেন কোচ রাহুল দ্রাবিড় (rahul dravid)। বিসিসিআইয়ের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে ঋষভ পন্থ, ইশান্ত শর্মা, চেতেশ্বর পূজারা, ময়ঙ্ক অগ্রবাল, রবিচন্দ্রন অশ্বিন সহ অনেকেই এই ফুটভলি খেলায় মেতে উঠেছে। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছেন দ্রাবিড়। এই বয়সেও ভারতীয় ক্রিকেট দলের কোচের ফিটনেস নজর কেড়েছে সবার। বিরাট নিজেও বেশ কয়েকবার এসে দ্রাবিড়ের কাছে হার শিকার করে নিলেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে।
How did #TeamIndia recharge their batteries ahead of their first training session in Jo'Burg? 🤔
— BCCI (@BCCI) December 18, 2021
On your marks, get set & Footvolley! ☺️😎👏👌#SAvIND pic.twitter.com/dIyn8y1wtz
ভারতীয় ক্রিকেট অনেক বিতর্কিত অধ্যায় দেখেছে। জাতীয় ক্রিকেট দলে অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)-কোচ গ্রেগ চ্যাপেলের (Greg Chappele) তিক্ততা থেকে শুরু করে বোর্ডের প্রশাসনে হেভিওয়েট ব্যক্তিত্বদের সংঘাত, কোচ অনিল কুম্বলের সঙ্গে অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) মতানৈক্য বা সাম্প্রতিকতম কোহলি-রোহিত শর্মার (Rohit Sharma) ঠাণ্ডা সম্পর্ক নিয়ে জল্পনা, দেশের ক্রিকেটমহল সরগরম থেকেছে।
কিন্তু তাই বলে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধানের কথার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দেবেন সদ্য অপসারিত অধিনায়ক, তাও আবার ভরা সাংবাদিক বৈঠকে! স্মৃতি হাতড়েও এরকম বেনজির কাণ্ড মনে করতে পারছেন না ভারতীয় ক্রিকেটের হালহকিকত জানা কেউই।