Ind Vs SL, 1 ODI: ধৈর্যশীল ধবন, বিস্ফোরক ব্যাটিং পৃথ্বী-ঈশানের, সিরিজে এগিয়ে গেল ভারত
৮০ বল অর্থাৎ, ১৩.২ ওভার বাকি থাকতে শ্রীলঙ্কার ২৬২ রান মাত্র তিন উইকেট খুইয়ে তুলে দিল ভারত।
কলম্বো: ম্য়াচের শেষে কলম্বোর বিখ্যাত আর প্রেমদাসা স্টেডিয়ামের স্কোরবোর্ডে জ্বলজ্বল করছিল, 'ইন্ডিয়া উইনস বাই সেভেন উইকেটস উইথ ৮০ বলস রিমেনিং।' বাংলা করলে দাঁড়ায়, ৮০ বল বাকি থাকতে সাত উইকেটে ম্যাচ জিতে নিয়েছে ভারত। রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের দাপট ঠিক কতটা ছিল, এই একটা তথ্য থেকেই সেটা অনেকটা পরিষ্কার হয়ে যায়।
৮০ বল অর্থাৎ, ১৩.২ ওভার বাকি থাকতে শ্রীলঙ্কার ২৬২ রান মাত্র তিন উইকেট খুইয়ে তুলে দিল ভারত। যে রান অনায়াসে তাড়া করার নেপথ্য নায়ক শিখর ধবন। এবং তাঁর তরুণ কয়েকজন সঙ্গী। যাঁরা আইপিএল খেলে খেলে বড় মঞ্চের চাপ সামলাতে সিদ্ধহস্ত। পৃথ্বী শ, ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদব।
বিরাট কোহলি ভারতীয় দলবল নিয়ে এখন ইংল্যান্ডে। সেখানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর জো রুটের ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন। শ্রীলঙ্কা সফরে তাই দলের নেতৃত্বের ভার বর্তেছে শিখর ধবনের ওপর। এবং প্রথম ম্যাচে শিখর দেখিয়ে দিলেন, তাঁর ওপর আস্থা রেখে ভুল কিছু করেননি নির্বাচকরা।
বোলিং পরিবর্তন, ফিল্ডিং সাজানোতে মুন্সিয়ানার পরিচয় দিয়েছিলেন। পরে ব্যাট হাতে দলের রান তাড়া করাকে মসৃণ হাইওয়ে করে দিলেন। সতর্ক শুরু করে এবং পরের দিকে ঝোড়ো ইনিংস খেলে। আর ধবনের তৈরি সেই হাইওয়ের ওপর নিশ্চিন্তে তীব্র গতিতে রানের গাড়ি ছোটালেন প্রথমে পৃথ্বী শ, পরে ঈশান ও সূর্যকুমার।
শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করে তুলেছিল ২৬২/৯। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে শিখর যখন ক্রিজের একদিক কামড়ে পড়ে রইলেন, অন্য প্রান্তে তখন ২৪ বলে ৪৩ রানের ইনিংস খেললেন পৃথ্বী। যাঁর মারমুখী ব্যাটিং আর শট খেলার ধরনের সঙ্গে রবিবার অনেকে বীরেন্দ্র সহবাগের সাদৃশ্য খুঁজে পেয়েছেন। পৃথ্বী যখন আউট হলেন, ৫.৩ ওভারে ৫৮ তুলে ফেলেছে ভারত। এবং রান ওঠার গতি ফোর্থ গিয়ারে তুলে দিয়েছেন মুম্বইয়ের তরুণ। যাঁর নেতৃত্বে ভারত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল। কিন্তু মাঝে শৃঙ্খলাজনিত কারণ আর চোটআঘাতে যেন হারিয়ে যেতে বসেছিলেন। ফের তাঁকে সঠিক দিশা দিয়েছেন রাহুল দ্রাবিড়। কিংবদন্তি দ্রাবিড়ের প্রশিক্ষণেই যিনি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিলেন। ম্যাচের সেরাও হলেন পৃথ্বী।
আর একজনের আবার এদিন ছিল ২৩তম জন্মদিন। দিনটি স্মরণীয় হয়ে রইল কারণ ওয়ান ডে ক্রিকেটে ঈশান কিষাণের অভিষেকও হল রবিবার। এবং পৃথ্বী আউট হওয়ার পর তিন নম্বরে ব্যাট করতে নেমে ঝাড়খণ্ডের তরুণ ৪২ বলে ৫৯ রান করলেন।
পরের দিকে চালিয়ে খেলে আর এক অভিষেককারী সূর্যকুমার যাদব ২০ বলে ৩১ রানে অপরাজিত রইলেন। আর পরিণতি বোধ দেখিয়ে ৯৫ বলে ৮৬ রানে অপরাজিত রইলেন শিখর। দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন।