Ind vs SL,2021: দুরন্ত ক্যাচে আবিষ্কাকে ফেরালেন চাহার, দেখুন ভিডিও
বাউন্ডারি লাইনে অনবদ্য ক্যাচ নিয়ে ফেরালেন শ্রীলঙ্কার আবিষ্কা ফার্নান্দোকে।
কলম্বো: ক্যাচেস উইন ম্য়াচেস...। ক্রিকেটের সেই বেদবাক্য যেন মনে করিয়ে দিতে চাইলেন রাহুল চাহার। হাতে স্বল্প রানের পুঁজি। আর তা রক্ষা করতে কতটা মরিয়া ভারতীয় শিবির, তা দেখিয়ে দিলেন রাহুল। বাউন্ডারি লাইনে অনবদ্য ক্যাচ নিয়ে ফেরালেন শ্রীলঙ্কার আবিষ্কা ফার্নান্দোকে। সেই ক্যাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। সকলেই প্রশংসা করলেন রাহুলের উপস্থিত বুদ্ধির।
ঘটনাটি শ্রীলঙ্কা ইনিংসের তৃতীয় ওভারের। ভারতের ১৩২ রান তাড়া করতে নেমে তখন শ্রীলঙ্কার স্কোর ১২। বোলার ভুবনেশ্বর কুমার। তাঁর মিডল ও লেগস্টাম্পে পড়া বল ফাইন লেগের ওপর দিয়ে মারতে গেলেন আবিষ্কা। সেখানে তখন ফিল্ডিং করছিলেন রাহুল। তিনি যখন বাউন্ডারি লাইনের একেবারে পাশে বলটি তালুবন্দি করেন, তখনই উপলব্ধি করেন যে, শরীরের ভারসাম্য় বজায় রাখতে পারবেন না। বল হাতে করে বাউন্ডারি পার মানে ছক্কা।
রাহুল বলটিকে শূন্যে ছুড়ে দেন। তারপর নিজের চলে যান বাউন্ডারির বাইরে। সেখান থেকে ফিরে মাঠের মধ্যে বলটি পড়ার আগে তালুবন্দি করেন। আউট হয়ে যান আবিষ্কা।
শ্রীলঙ্কার সামনে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্য়াচে জয়ের জন্য ১৩৩ রানের লক্ষ্য রাখল ভারত। তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে রয়েছেন শিখর ধবনরা। আজ কি তাঁরা পারবেন স্বল্প রানের পুঁজি সামলে জয় ছিনিয়ে আনতে? আজ জয় মানে সিরিজও চলে আসবে ভারতের সাফল্যের ঝুলিতে।
বুধবার টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। এই ম্যাচের আগে করোনার ধাক্কায় এক সময় তো ভারতীয় দল মাঠে নামানো নিয়েই সংশয় তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে একসঙ্গে চার নতুন মুখকে সুযোগ করে দিয়েছে ভারত। টি-টোয়েন্টি অভিষেক হল রুতুরাজ গায়কোয়াড়, চেতন সাকারিয়া, নীতিশ রানা ও দেবদত্ত পড়িক্কলের।
ধবনের সঙ্গে ইনিংস ওপেন করেন রুতুরাজ। তবে একমাত্র ধবন ছাড়া ভারতের আর কেউই বলার মতো রান পাননি। তবে ধবনকেও পরিশ্রম করতে হল রান করতে গিয়ে। ৪২ বলে ৪০ রান করলেন এই সিরিজে নেতৃত্বের ভারপ্রাপ্ত ধবন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে বেনজির সমস্যায় পড়েছিল ভারতীয় দল। করোনা আক্রান্ত হয়ে শুধু যে ক্রুণাল পাণ্ড্য সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তাই নয়, বুধবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারত পায়নি তাদের গুরুত্বপূর্ণ সাত ক্রিকেটারকে। কারণ, তাঁরা প্রত্যেকেই করোনা আক্রান্ত ক্রুণালের সংস্পর্শে এসেছিলেন।