IND vs SL, 1 Innings Highlight: পাহাড়ের কোলে নিশাঙ্কা-শনাকার ব্যাটে ঝড়, বড় লক্ষ্য ভারতের
IND vs SL, 2nd T20: দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া পরিস্থিতিতে ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা। ধর্মশালায় ভারতের সামনে বড় লক্ষ্য সাজিয়ে দিলেন দাসুন শনাকারা। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তুলল ১৮৩/৫।
ধর্মশালা: সিরিজে ১-০ এগিয়ে ভারত। শ্রীলঙ্কার সামনে তাই এই ম্যাচ মরণ-বাঁচন লড়াই। জিতলে সিরিজে বেঁচে থাকবে। হার মানে, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া (Ind vs SL)।
দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া পরিস্থিতিতে ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা। ধর্মশালায় ভারতের সামনে বড় লক্ষ্য সাজিয়ে দিলেন দাসুন শনাকারা। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তুলল ১৮৩/৫। ওপেনার পাথুম নিসাঙ্কা ৫৩ বলে ১১টি চার মেরে ৭৫ রান করলেন। অধিনায়ক শনাকা মাত্র ১৯ বলে করলেন ৪৭ রান।
টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত। আজ রোহিত শর্মাদের (Rohit Sharma) সামনে সিরিজ জয়ের হাতছানি। জিতলেই এক ম্যাচ বাকি থাকতে ট্রফি জয় নিশ্চিত হয়ে যাবে টিম ইন্ডিয়ার (Team India)। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দলে কোনও পরিবর্তন করল না ভারত। লখনউয়ে সিরিজের প্রথম ম্যাচে যে একাদশ খেলেছিল, তাঁরাই খেলছেন শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে।
পেস বোলিংয়ের উপযুক্ত পরিবেশ-পরিস্থিতি। যে কারণে টস জিতে পিচের সতেজ ভাব কাজে লাগাতে চেয়েছিল ভারতীয় শিবির। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর রোহিত বলেছিলেন, 'আমরা চাই আমাদের সামনে একটা নির্দিষ্ট রানের লক্ষ্য থাকুক। ম্যাচ যত গড়াবে, ঠাণ্ডা বাড়বে। তবে আমরা তৈরি আছি। হার-জিতের ওপর সব কিছু নির্ভর করে না। আমরা অনেক দিন টানা খেলে চলেছি। ক্রিকেটারেরা চোট আঘাত পাচ্ছে। ক্রিকেটারদের সুস্থতাও আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমরা প্রথম একাদশে থাকা সকলকে পর্যাপ্ত সুযোগ দিতে চাই।'
ম্যাচে অবশ্য শ্রীলঙ্কার ব্যাটের দাপট চলল। দুই ওপেনার মিলে ৮.৪ ওভরে ৬৭ রান তুলে দেন। এরপর রবীন্দ্র জাডেজার বলে দানুষ্কা গুণতিলকা (৩৮) ফিরে যান। পরপর কয়েকটি উইকেট হারালেও শেষ দিকে জ্বলে উঠলেন শনাকা। ২টি চার ও ৫টি ছক্কা মারলেন শ্রীলঙ্কা অধিনায়ক।
১৮ রানে ৫ উইকেটের পতন! দিনের শেষে তবু বাংলাকে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন পেসাররা