Ind vs SL, 2nd T20I Live: ভারতকে ৪ উইেকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা
India Vs Sri Lanka, 2 T20 International Live Updates: শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে একসঙ্গে চার নতুন মুখকে সুযোগ করে দিল ভারত।
LIVE
Background
কলম্বো: করোনার ধাক্কায় এক সময় তো দল নামানো নিয়েই সংশয় তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে একসঙ্গে চার নতুন মুখকে সুযোগ করে দিল ভারত। টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে রুতুরাজ গায়কোয়াড়, চেতন সাকারিয়া, নীতিশ রানা ও দেবদত্ত পড়িক্কলের।
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে বেনজির সমস্যায় পড়েছিল ভারতীয় দল। করোনা আক্রান্ত হয়ে শুধু যে ক্রুণাল পাণ্ড্য সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তাই নয়, বুধবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারত পায়নি তাদের গুরুত্বপূর্ণ সাত ক্রিকেটারকে। কারণ, তাঁরা প্রত্যেকেই করোনা আক্রান্ত ক্রুণালের সংস্পর্শে এসেছিলেন।
সেই সাতজন ক্রিকেটার হলেন পৃথ্বী শ, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, দীপক চাহার, মণীশ পাণ্ডে, ঈশান কিষাণ ও কে গৌতম। এই সাতজনই ক্রুণালের সংস্পর্শে এসেছিলেন বলে বোর্ড সূত্রে খবর। তাই বুধবারের ম্যাচে তাঁরা খেলতে পারছেন না।
সেই কারণে একসঙ্গে চার ক্রিকেটারের টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে। এবং বেনজির পরিস্থিতিতে ৬ জন বোলার নিয়ে নামতে বাধ্য হচ্ছে ভারত।
প্রসঙ্গত, ম্যাচটি হওয়ার কথা ছিল মঙ্গলবার। তবে আচমকাই স্থগিত হয়ে যায় ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সরকারিভাবে জানানো হয় যে, জাতীয় দলের অলরাউন্ডার ক্রুণাল পাণ্ড্যর (Krunal Pandya) করোনা পরীক্ষার ফল পজ়িটিভ এসেছে। সেই কারণেই স্থগিত হয়ে গিয়েছে ম্যাচ।
ভারতীয় ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছিল, ক্রুণাল পাণ্ড্যর কোভিড পরীক্ষার ফল পজ়িটিভ এসেছে। যে কারণে তাঁকে নিভৃতবাসে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাঁর সংস্পর্শে আসার জন্য মোট আটজন ক্রিকেটারকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে যেতে হয়েছে।
Ind vs SL 2nd T20I LIVE: ২ বল বাকি থাকতে জয়ী শ্রীলঙ্কা
২ বল বাকি থাকতে ভারতকে ৪ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা।
Ind vs SL 2nd T20I LIVE: ভুবনেশ্বরের ওভারে উঠল ১২ রান
ভুবনেশ্বর কুমারের ওভারে উঠল ১২ রান। শেষ ওভারে ম্যাচ জিততে শ্রীলঙ্কার চাই ৮ রান।
Ind vs SL 2nd T20I LIVE: সাকারিয়ার বলে আউট রমেশ মেন্ডিস
চেতন সাকারিয়ার বলে আউট রমেশ মেন্ডিস। শ্রীলঙ্কার স্কোর ১০৫/৬।
Ind vs SL 2nd T20I LIVE: ১৭ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ১০৫/৫
১৭ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ১০৫/৫। ম্য়াচ জিততে ১৮ বলে চাই ২৮ রান।
Ind vs SL 2nd T20I LIVE: হাসারাঙ্গাকে ফেরালেন চাহার, শ্রীলঙ্কা ৯৪/৫
মারমুখী মেজাজে ব্যাটিং করছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা (১১ বলে ১৫ রান)। তাঁকে তুলে নিলেন রাহুল চাহার। শ্রীলঙ্কার স্কোর ১৫ ওভারে ৯৪/৫।