Ind vs SL, 2nd T20: কনকনে ঠাণ্ডা, ধর্মশালায় ভারত-শ্রীলঙ্কা ম্যাচে বাদ সাধবে বৃষ্টি?
Ind vs SL: তিন ম্যাচের টি-টোয়েন্টির সিরিজের প্রথমটায় ভারত জিতে গিয়েছে। তবে ধর্মশালায় বৃষ্টির আশঙ্কা থাকছে ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টি-টোয়েন্টিতে। এমনকী, বৃষ্টিতে ম্যাচ ভেস্তেও যেতে পারে।
ধর্মশালা: ভারত বনাম শ্রীলঙ্কার (Ind vs SL) টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে কি বাদ সাধবে বৃষ্টি?
তিন ম্যাচের টি-টোয়েন্টির সিরিজের প্রথমটায় ভারত জিতে গিয়েছে। লখনউ পর্ব মিটিয়ে বাকি দুই ম্যাচ হবে ধর্মশালায়। তবে ধর্মশালায় আকাশ যে মুখ ভার করে রেখেছে। যার জেরে বৃষ্টির আশঙ্কা থাকছে ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টি-টোয়েন্টিতে। এমনকী, বৃষ্টিতে ম্যাচ ভেস্তেও যেতে পারে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার ধর্মশালায় বৃষ্টি হওয়ার ৯০ শতাংশ সম্ভাবনা রয়েছে। তাও আবার মুষলধারে। স্বাভাবিক ভাবেই ম্যাচ পুরোপুরি ভেস্তে যাওয়ার আশঙ্কা প্রবল। এর পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৭ শতাংশ থাকবে বলে জানানো হয়েছে। হাওয়ার গতি থাকবে প্রতি ঘণ্টায় ১০ কিলোমিটার। তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। অর্থাৎ, কনকনে ঠাণ্ডা থাকবে। ক্রিকেট ভক্তরা অবশ্য এখন থেকে ম্যাচ যাতে সুষ্ঠুভাবে হয়, তার প্রার্থনা করছেন।
এদিকে, কব্জিতে চোটের জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজে ভারতীয় দল থেকে ছিটকে গেলেন ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। সিরিজের বাকি দুটি টি ২০ ম্যাচ হবে শনিবার ও রবিবার। এই দুই ম্যাচের জন্য ভারতীয় স্কোয়াডে রুতুরাজের পরিবর্তে ময়াঙ্ক আগরওয়ালকে সামিল করার কথা জানানো হয়েছে।
বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজে খেলতে পারবেন না ব্যাটার রুতুরাজ গায়কোয়াড়। গত বৃহস্পতিবার লখনউয়ে প্রথম টি ২০ ম্যাচের আগে তিনি তাঁর ডান হাতের কব্জির সন্ধিস্থলে যন্ত্রণা অনুভব করেন। এরপর তাঁর ওই চোট খতিয়ে দেখে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম। একজন স্পেশ্যালিস্টের পরামর্শে এমআরআই করা হয়। চোট সারিয়ে ওঠার জন্য রুতুরাজ এখন ব্যাঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অকাদেমিতে যোগ দেবেন। বাকি দুটি টি ২০ ম্যাচের জন্য নির্বাচক কমিটি স্কোয়াডে নিয়েছেন ময়াঙ্ক অগ্রবালকে। ধর্মশালায় দলের সঙ্গে যোগ দেবেন ময়াঙ্ক।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচের আগে বিসিসিআই জানিয়েছিল, ডানহাতের কব্জিতে যন্ত্রণার জন্য এদিন খেলতে পারবেন না রুতুরাজ।