তৃতীয় টি-২০: ফর্মে ফিরলেন শিখর, ক্যামিও শার্দূলের, ৭৮ রানে শ্রীলঙ্কাকে হারাল ভারত, সিরিজ দখল ২-০ ফলে
এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা অধিনয়াক লাসিথ মালিঙ্গা।
পুণে: ২০২০ সালটা দারুণভাবেই শুরু করল কোহলি-ব্রিগেড। শুক্রবার পুণেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ৭৮ রানে জিতে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতল মেন ইন ব্লু। প্রথম ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়েছিল। এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা অধিনয়াক লাসিথ মালিঙ্গা। দ্বিতীয় ম্যাচের মতোই এখানেও ওপেনিং করেন কেএল রাহুল ও শিখর ধবন জুটি। শুরু থেকেই ধুন্ধুমার কে এল রাহুল। কখনও বিগ হিট, কখনও কব্জির মোচড়ে অনবদ্য প্লেসমেন্ট। শিখরকে প্রথম থেকে কিছুটা নড়বড়ে লাগলেও ধীরে ধীরে স্বমূর্তি ধরেন তিনি। দুই ওপেনারেরই হাফ সেঞ্চুরির দৌলতে স্কোর যখন এভারেস্ট ছোঁবে বলে মনে হচ্ছিল, তখনই শিখরকে তুলে নিলেন সন্দকান। সঞ্জু স্যমসন নামলেন, এবং সঙ্গে সঙ্গে ফিরলেনও। রাহুল ফেরার পর বেশিক্ষণ টিকলেন না শ্রেয়স আয়ারও। অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে এল ২৬। তবে, মিডল অর্ডার একাই সামলালেন মণীশ পাণ্ডে। সঙ্গে শেষবেলায় শার্দূলের ঠাকুরের দূর্ধর্ষ ক্যামিও। ১৮ বলে ৩১ রান তোলেন মণীশ। শার্দূলের ৮ বলে ২২ রানের ইনিংসে দুটি ছক্কা, একটি বাউন্ডারি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২০১ রান তোলে বিরাট-ব্রিগেড। জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই লঙ্কার ইনিংসে ধস নামান তিন ভারতীয় পেসার-- জসপ্রীত বুমরাহ, শার্দূল ঠাকুর ও নবদীপ সাইনি। পরপর ফিরলেন ওপেনারেরা। ধস মিডল অর্ডারেও। কিছুটা রুখে দাঁড়িয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ধনঞ্জয় ডি’সিলভা। ম্যাথিউসকে ফেরান ওয়াশিংটন সুন্দর। হাফ সেঞ্চুরি করেন ধনঞ্জয়। ওয়ানিন্ডু ডি’সিলভাকে দুর্দান্ত ডাইরেক্ট হিটে রান আউট করেন চহ্বাল। শেষ পর্যন্ত ১৫.২ ওভারে ১২৩ রানেই শেষ লঙ্কার ইনিংস। ৩ উইকেট নবদীপ সাইনির। ২ টি করে শার্দূল ও ওয়াশিংটনের। আগামী সপ্তাহ থেকে অস্ট্রিলিয়ার বিরুদ্ধে শুরু হচ্ছে তিন ম্যাচের একদিনের সিরিজ।
A look at the Playing XIs for the 3rd T20I.
Three changes for #TeamIndia Samson IN, Pant OUT Manish Pandey IN, Dube OUT Chahal IN, Kuldeep OUT#INDvSL pic.twitter.com/VwetQg5TZ5 — BCCI (@BCCI) January 10, 2020