Ind vs SL Asia Cup Final: এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত? শ্রীলঙ্কার ঝুলিতে গেল কত অর্থ?
Asia Cup 2023: সৌরভ-সচিনদের ২৩ বছরের অভিশাপ কাটল সিরাজ়ের আগুনে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়া সেরা ভারত।
![Ind vs SL Asia Cup Final: এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত? শ্রীলঙ্কার ঝুলিতে গেল কত অর্থ? Ind vs SL Asia Cup Final: Total Prize Money awarded to Champion India and Runner Up Sri Lanka, know in details Ind vs SL Asia Cup Final: এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত? শ্রীলঙ্কার ঝুলিতে গেল কত অর্থ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/17/8c4f777465a842c89eb6e4d26913c003169497323985750_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলম্বো: ফের এশিয়া (Asia Cup) সেরা হরল ভারত (Team India)। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে দুরমুশ করে অষ্টমবারের জন্য এশিয়া কাপ জিতল ভারত। ২০১৮ সালের পর ফের এশিয়া সেরা রোহিত শর্মারা।
চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত? পুরস্কার অর্থ হিসাবে টিম ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া হল ১ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় অঙ্কটা প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা। রানার আপ হয়ে শ্রীলঙ্কা পেল ৭৫ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যে অঙ্কটা প্রায় ৬৩ লক্ষ টাকা।
একটা ওভার। যেন ম্যাজিক। মন্ত্রমুগ্ধ শ্রীলঙ্কার ব্যাটাররাও। একটা ওভারেই শ্রীলঙ্কার ইনিংসে কাঁপুনি ধরিয়ে দিলেন তিনি।
মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। এক ওভারে নিলেন ৪ উইকেট। ৩ ওভারের শেষে ৮/১ স্কোর থেকে ৪ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর দাঁড়াল ১২/৫। ম্যাচের ভাগ্য যেন তখনই লেখা হয়ে গেল।
কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে সিরাজ়ের আগুনে স্পেলের কোনও জবাব ছিল না শ্রীলঙ্কার ব্যাটারদের কাছে। হায়দরাবাদের পেসারের দাপটে রেকর্ডের ছড়াছড়ি।
বল পিছু পরিসংখ্যান উপলব্ধ, এরকম সময়ে প্রথম ভারতীয় বোলার হিসাবে ওয়ান ডে ক্রিকেটে এক ওভারে ৪ উইকেট নিলেন সিরাজ়। তাঁর গতির আগুনে ছারখার হয়ে গেল শ্রীলঙ্কা। ১৫.২ ওভারে মাত্র ৫০ রানে অল আউট হয়ে গেল দাসুন শনাকাদের ইনিংস। যার মধ্যে ৬ উইকেট সিরাজ়ের।
একাধিক লজ্জার রেকর্ড হল শ্রীলঙ্কার। কোনও ওয়ান ডে টুর্নামেন্টের ফাইনালে সবচেয়ে কম রানে পাঁচ উইকেট হারানোর নিরিখে দ্বিতীয় শ্রীলঙ্কার রবিবারের ইনিংস। ২০০৯ সালে মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে ৬ রানে ৫ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। রবিবার কলম্বোয় নিজেদের ঘরের মাঠে ১২ রানে ৫ উইকেট পড়ল তাদের। ২০০০ সালে জোহানেসবার্গে ইংল্যান্ডের বিরুদ্ধে ২১ রানে ৫ উইকেট পড়েছিল দক্ষিণ আফ্রিকার। সে বছরই মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৮ রানে ৫ উইকেট হারিয়েছিল পাকিস্তান।
ওয়ান ডে ক্রিকেটে ১০০২ বলে নিজের ৫০ উইকেট নিলেন সিরাজ়। ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। অজন্তা মেন্ডিসের পরেই রয়েছেন সিরাজ়। মেন্ডিস ৮৪৭ বলে ৫০ উইকেট নিয়েছিলেন।
আরও পড়ুন: নায়ক সিরাজ়, ১০ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টমবারের জন্য এশিয়া সেরা ভারত
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)