IND vs SL: কোহলির ছোঁয়া পেতে মাঠে দৌড় সমর্থকের, পুলিশকে কড়া হতে না করলেন প্রাক্তন অধিনায়ক
IND vs SL: সমর্থকদের আবেগ তাই কিং কোহলিকে নিয়ে যে আলাদাই হবে, তা বলাই বাহুল্য। ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট হচ্ছে বেঙ্গালুরুতে।
বেঙ্গালুরু: আইপিএলে আরসিবির হয়ে খেলছেন ১৪ বছর ধরে। দিল্লিতে জন্ম হয়েও অনেক বেশি যেন আরসিবির ঘরের ছেলে তিনি। সমর্থকদের আবেগ তাই কিং কোহলিকে নিয়ে যে আলাদাই হবে, তা বলাই বাহুল্য। ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট হচ্ছে বেঙ্গালুরুতে। প্রথম ইনিংস হোক বা দ্বিতীয় ইনিংস, ২ ইনিংসেই বিরাট যখন ব্যাট করতে নামছেন, তখনই গ্যালারি বিরাট ...বিরাট শব্দব্রহ্মে ফেটে পড়েছে। কিন্তু প্রিয় নায়ককে ছুঁকে একেবারে গার্ডওয়াল টপকে মাঠে ঢুকে পড়া! এর আগেও এমনটা হয়েছে। ফের একবার সেই দৃ্শ্যের সাক্ষী থাকলে বেঙ্গালুরু। যেখানে খেলার মাঝেই বিরাটকে এক মুহূর্ত ছুঁয়ে দেখতে মাঠে ঢুকে পড়লেন এক সমর্থক। শুধুই কি তাই, তাঁকে ধরতে যে একেবারে নাজেহল অবস্থা হল পুলিশকর্মীদের। গোটা মাঠ মোটামুটি চক্কর খাওয়ালেন সবাইকে। সেই বিরাট সমর্থককে বাগে আনতে তাঁর পেছনে দৌড়োতে হল সব পুলিশকর্মীদেরও।
ঘটনাটি ঘটে শ্রীলঙ্কা ইনিংসের ষষ্ঠ ওভারে। মহম্মদ শামির বলে একটি বলে আঘাত পেয়েছিলেন কুশন মেন্ডিস। সেই সময় মাঠে পৌঁছোন লঙ্কা দলের ফিজিও। বিরাট তখন সতীর্থদের সঙ্গে গল্প করছিলেন। আচমকাই এক সমর্থক মাঠের ফেন্সিং টপকে ভেতরে বিরাটের অনেক কাছে চলে যান। যদিও তাঁর নাগালে পৌঁছোনোর আগেই পুলিশ ও সিকিউরিটি স্পেশালে যাঁরা আছেন তাঁরা সবাই সেই সমর্থককে ধাওয়া করেন। যার ফলে কুল কিনারা না পেয়ে দৌড়োনো শুরু করেন সেই সমর্থক। পরে যদিও বিরাট সেই সমর্থকের সঙ্গে যেন কোনও কড়া ব্যবস্থা না নেওয়া হয়, তাঁর জন্য আবেদন জানান সিকিউরিটি ও পুলিশকে। বিরাটের এই মনোভাব প্রশংসিত হয় সোশ্যাল মিডিয়াতেও।
Tell me how can you hate Virat Kohli 🐐 @imVkohli pic.twitter.com/GTXINyIfP9
— Arafat (KB9 era) (@imarafaat7) March 13, 2022
৭১ তম আন্তর্জাতিক শতরানের অপেক্ষায় রয়েছেন বিরাট। রয়েছেন বিরাটের অগুনতি সমর্থকরাও। বেঙ্গালুরুতে ২ ইনিংসেই শুরুটা ভাল করেও বড় রান পাননি। প্রথম ইনিংসে ২৩ ও দ্বিতীয় ইনিংসে ১৩ রান করেছেন তিনি। সোশ্য়াল মিডিয়ায় অনেকে বলছেন যে বিরাটের উচিত কিছুদিন ক্রিকেট থেকে বিশ্রাম নেওয়া। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে দিন রাতের টেস্টে চালকের আসনে রয়েছে টিম ইন্ডিয়া।