IND vs WI, 1 Innings Highlight: ছন্দে ফিরলেন কোহলি, ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৮৭ রানের লক্ষ্য দিল ভারত
IND vs WI, 2nd T20: ৪১ বলে ৫২ রান করলেন সদ্যপ্রাক্তন ভারত অধিনায়ক। তাঁর ইনিংস ভারতীয় ইনিংসকে দৃঢ়তা দিল। আর ভারতকে বড় স্কোরে পৌঁছে দিল শেষ দিকে ঋষভ পন্থ ও বেঙ্কটেশ আইয়ারের ব্যাটিং ঝড়।
কলকাতা: ইডেন যেন তাঁর কাছে স্বস্তির মঞ্চ হয়ে দাঁড়িয়েছে বারবার। পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে হাফসেঞ্চুরি করে ভিআইপি বক্সের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা অনুষ্কা শর্মার দিকে চুম্বন ছুড়ে দেওয়া ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা মুহূর্ত হয়ে রয়েছে। টেস্টে তাঁর শেষ সেঞ্চুরিও এই মাঠে। ২০১৯ সালে, বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলে দিন-রাতের টেস্টে।
শুক্রবার সেই ইডেনেই ছন্দে ফিরলেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪১ বলে ৫২ রান করলেন সদ্যপ্রাক্তন ভারত অধিনায়ক। তাঁর ইনিংস ভারতীয় ইনিংসকে দৃঢ়তা দিল। আর ভারতকে বড় স্কোরে পৌঁছে দিল শেষ দিকে ঋষভ পন্থ ও বেঙ্কটেশ আইয়ারের ব্যাটিং ঝড়। পন্থ ২৮ বলে ৫২ রানে অপরাজিত রইলেন। ১৮ বলে ৩৩ রান করে ফিরলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা বেঙ্কটেশ আইয়ার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত তুলল ১৮৬/৫। সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচ জিততেই হবে ক্যারিবিয়ান শিবিরকে। তাদরে সামনে জয়ের জন্য লক্ষ্য ১৮৭ রানের।
শুক্রবার টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কায়রন পোলার্ড। তিনি জানান, শিশিরে যাতে তাঁর দলের বোলাররা সমস্যায় না পড়েন, সেই জন্যই শুরুতে ফিল্ডিং করে নেওয়া। ভারতের শুরুটা ভাল হয়নি। শেলডন কটরেলের বলে মাত্র ২ রান করে ফিরলেন ঈশান কিষাণ। ২ ওভারের শেষে ভারতের স্কোর দাঁড়ায় ১০/১। এরপরই ম্যাচের রাশ ধরেন কোহলি ও রোহিত শর্মা। পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে ভারতের স্কোর হয় ৪৯/১।
ক্রিজে দুরন্ত ছন্দে ছিলেন বিরাট কোহলি। রস্টন চেজের বলে ফেরেন রোহিত শর্মা। ১৮ বলে ১৯ রান করে। রান পেলেন না আগের ম্যাচের নায়ক সূর্যকুমার যাদব। ৬ বলে ৮ রান করে ফিরলেন তিনি। নিজের বলে ফিরতে শট বাঁদিকে ঝাঁপিয়ে তালুবন্দি করলেন রস্টন চেজ। ভারতের স্কোর দাঁড়ায় ১০ ওভারে ৭৬/৩।
এরপরই বিরাটের হাফসেঞ্চুরি। শেষ দিকে ব্যাট হাতে সংহারক মূর্তি ধারণ করেন পন্থ ও আইয়ার।