IND Vs WI, 2nd T20: আশা জাগিয়েও ব্যর্থ ভারত, পরিপক্ক ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ়কে ম্যাচ জেতালেন আকিল
IND Vs WI 2nd T20 Live Updates: রবিবারের ম্যাচে বৃষ্টি একটা প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে। সেখানকার স্থানীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে যে ৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
LIVE

Background
IND Vs WI, 2nd T20 Live: আশা জাগিয়েও হতাশা
আশা জাগিয়েও ম্যাচ জিততে পারল না ভারত। আকিল হোসেনের পরিপক্ক ১৬ রানের ইনিংসই ম্যাচে পার্থক্য গড়ে দিল। সাত বল বাকি থাকতেই দুই উইকেটে ম্যাচ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ়।
IND Vs WI, 2nd T20 Live Score: ম্যাচ ঘুরছে?
চাহালের এক ওভারেই খেলার মোড় সম্পূর্ণ ঘুরে গেল। ইনিংসের ১৬তম ওভারে বল হাতে নিয়ে মাত্র দুই রান দিয়ে দুইটি উইকেট নিলেন তিনি। হোল্ডার শূন্য রানে স্টাম্প হন। হেটমায়ারকে ২২ রানে এলবিডব্লু করেন চাহাল। এছাড়াও এই ওভারেই শেপার্ডও শূন্য রানে রান আউট হন। ১৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোর ১২৯/৮।
IND Vs WI, 2nd T20 Live: অবশেষে সাফল্য
পুরানের বিধ্বংসী ইনিংস থামালেন মুকেশ কুমার। ৬৭ রানে পুরানকে ফেরালেন তিনি। ১২৬ রানে পঞ্চম উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ়। ১৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোর ১২৬/৫। জয়ের জন্য ৩৬ বলে ২৭ রানের প্রয়োজন। এই পরিস্থিতি থেকে ভারত ম্যাচে ফিরতে পারে কি না, সেটাই দেখার।
IND Vs WI, 2nd T20 Live Score: জয়ের দিকে অগ্রসর ওয়েস্ট ইন্ডিজ়
তড়তড়িয়ে জয়ের দিকে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ়। ১৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোর ১১৭/৪। জয়ের জন্য প্রয়োজন ৪২ বলে ৩৬ রানের প্রয়োজন। ক্রিজে ৬০ রানে ব্যাট করছেন পুরান, ১৮ রানে অপরাজিত রয়েছেন হেটমায়ার।
IND Vs WI, 2nd T20 Live: বিধ্বংসী মেজাজে পুরান
গত ম্যাচে ৪১ রান করেছিলেন। এই ম্যাচেও নিজের বিধ্বংসী ফর্ম অব্যাহত রেখেছেন নিকোলাস পুরান। তাঁর ব্যাটে ভর করেই পাওয়ার প্লেতে অর্ধশতরানের গণ্ডি পার করে ফেলল ওয়েস্ট ইন্ডিজ়। ৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোর ৬১/৩। পুরান ২২ বলে ৪২ রানে ব্যাট করছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
